নয়াদিল্লি : ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট চারটি কয়লা খনি নিলাম হয়েছে। লোকসভার তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের জবাবে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। সাংসদ জানতে চান, ২০৩০ সাল পর্যন্ত সরকার কয়লা ব্লকের নিলাম অথবা বরাদ্দের পরিকল্পনা করেছে কি না। যদি তাই হয়, তাহলে সামগ্রিক নিলাম বা বরাদ্দের সময়সূচির বিবরণ যেন দেয় সংশ্লিষ্ট মন্ত্রক।
আরও পড়ুন-সব মামলাতেই জামিন জুবেরের
তিনি আরও জানতে চান, কোল ইন্ডিয়া লিমিটেড ২০২৩-২৪ অর্থবর্ষে এক বিলিয়ন টন উৎপাদন অর্জনের লক্ষ্যে কী ভূমিকা নিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গের চারটি কয়লা খনির নিলামের পাশাপাশি ছত্তিশগড়ে আটটি কয়লা খনি, ঝাড়খণ্ডে বারোটি, মধ্যপ্রদেশের বারোটি সহ দেশের বিভিন্ন রাজ্যে এখনও পর্যন্ত মোট ৫২টি কয়লাখনি নিলাম করা হয়েছে।