ডিউকের গোলে জয়ী অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া ১ তিউনিশিয়া ০

Must read

দোহা: এক যুগের অপেক্ষার অবসান। দীর্ঘ ১২ বছর পর ফের বিশ্বকাপে জয়ের স্বাদ পেল অস্ট্রেলিয়া। মিচেল ডিউকের গোলে শনিবার তিউনিশিয়াকে ১-০ গোলে হারিয়েছে অস্ট্রেলীয়রা (Australia vs Tunisia)। এই জয়ের ফলে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রাখলেন ডিউকরা। প্রসঙ্গত, বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শেষ জয় এসেছিল ২০১০ সালে। সার্বিয়ার বিরুদ্ধে।
ম্যাচের শুরুটা তেড়েফুঁড়ে করে ২৩ মিনিটেই এগিয়ে যায় অস্ট্রেলিয়া (Australia vs Tunisia)। মাঝমাঠ থেকে বল পেয়ে সতীর্থ ম্যাথু লেকিকে পাস বাড়ান ডিউক। সেই বল লেকি বাড়িয়ে দেন আগুয়ান ক্রেগ গুডউইনকে। বাঁ প্রান্ত থেকে তিউনিশিয়ার বক্সে বল ভাসান গুডউইন। সেই ক্রসে মাথা ছুঁইয়ে গোল করে যান ডিউক। তবে এগিয়ে যাওয়ার পর হঠাৎ করেই কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়েন অস্ট্রেলীয় ফুটবলাররা। সেই সুযোগে ম্যাচে দারুণভাবে ফিরে এসেছিল তিউনিশিয়া।
বিশেষ করে, দ্বিতীয়ার্ধে তিউনিশিয়ার একের পর এক আক্রমণ আছড়ে পড়ছিল অস্ট্রেলীয় রক্ষণে। পাল্টা আক্রমণ শানিয়ে সুযোগ তৈরি করেছিল অস্ট্রেলিয়াও। ৭৪ মিনিটে জেমি ম্যাক্লেইনের গড়ানে ক্রসে পা ছোঁয়ালেই গোল পেতেন লেকি। শেষ ১০ মিনিটে অস্ট্রেলীয়দের প্রবল চাপে রেখেছিল তিউনিশিয়া। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।

আরও পড়ুন-বিশ্বকাপে প্রথম গোল লেয়নডস্কির

Latest article