সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় (St. Xavier’s University) কলকাতার নিউ টাউনে ?(Newtown) তাদের একটি সেকেন্ড ক্যাম্পাস করতে চাইছে। রাজ্য সরকারের সঙ্গে এই বিষয়ে কথা বলেছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্তমান ক্যাম্পাসটি ১৭.৫ একরের। দ্বিতীয় ক্যাম্পাসের জন্য় প্রয়োজন অতিরিক্ত জমি। তাই পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে এই মর্মে আলোচনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গিয়েছে, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের ভিসি ডঃ জন ফেলিক্স রাজ এই বিষয়ে জানিয়েছেন, ‘নিউ টাউনে ১০.৭ একর অতিরিক্ত জমির জন্য আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে কথা বলেছি। আশা করছি তিনি আমাদের আবেদনে সাড়া দেবেন। আমরা শীঘ্রই এই কাজ শুরু করতে পারব।’
আরও পড়ুন-বকেয়ার প্রসঙ্গ তুলে সুকান্তকে নিশানা শশী পাঁজার
ওয়েস্ট বেঙ্গল ইন্ডেক্স তরফে জানা গিয়েছে, এই বিশ্ববিদ্যালয় আরও কোর্স করানোর জন্য় তাদের বিল্ডিংয়ের সম্প্রসারণ প্রয়োজন বলে মনে করছে। আগামী বছরের অর্থাৎ ২০২৪ সালের জুন মাস থেকে ছাত্রীদের জন্য় আরেকটি হোস্টেল করার পরিকল্পনা রয়েছে। হস্টেলের নাম মাদার টেরেসার নামে দেওয়া হবে। কমপক্ষে ৬০০জন ছাত্রী থাকতে পারবে এই হোস্টেলে। নতুন অ্য়াকাডেমিক ব্লক করা হবে। সেখানে ২২৫টি ক্লাসরুম করা হবে। সেই ব্লকটিকেও তৈরি করা হচ্ছে।
আরও পড়ুন-প্রণামের সদস্যপদের আবেদন নিয়ে নয়া কার্যবিধি
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই বিষয়ে জানিয়েছেন, সব মিলিয়ে ৪২৫ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় পরিকাঠামো উন্নয়নের জন্য ৩৫০ কোটি টাকা বিনিয়োগ করতে চাইছে। গোটা দেশে সেন্ট জেভিয়ার্সের মোট ৭৬টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আগেই উপাচার্য ফেলিক্স রাজ জানিয়েছিলেন, কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে কোন ছাত্র ছাত্রী কোনও বিষয়ে স্নাতক স্তরে ভর্তি হলে তার পরের বছর প্রয়োজনে সেই পড়ুয়া সেই প্রতিষ্ঠানের মুম্বই শাখার বিশ্ববিদ্যালয়ে গিয়ে কোর্স শেষ করতে পারবে।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…