প্রণামের সদস্যপদের আবেদন নিয়ে নয়া কার্যবিধি

এই মুহূর্ত সদস্য সংখ্যা আনুমানিক ১৮ হাজারের মতো। সদস্য করার পদ্ধতিতে গতি আনতেই এসওপি দেওয়া হয়েছে বলেই জানানো হয়েছে।

Must read

২০০৯ সালে শুরু হয়েছিল কলকাতা পুলিশের (Kolkata Police) এই প্রণাম (Pronam) প্রকল্প। যাঁদের সন্তান কলকাতার বাইরে থাকেন বা বিদেশে কর্মরত, এমন বয়স্ক নাগরিক অথবা নিঃসন্তান এবং অবিবাহিত প্রবীণদের নিয়ে প্রণামের এই প্রকল্প শুরু করে কলকাতা পুলিশ। এই মুহূর্ত সদস্য সংখ্যা আনুমানিক ১৮ হাজারের মতো। সদস্য করার পদ্ধতিতে গতি আনতেই এসওপি দেওয়া হয়েছে বলেই জানানো হয়েছে।

আরও পড়ুন-অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি পর্যটকদের বুকিং নেবে না শৈল শহরের এই হোটেল

লালবাজার তরফে জানানো হচ্ছে এবার থেকে সদস্যপদের আবেদনের সাত দিনের মধ্যে সবকিছু যাচাই করে থানাকে উপ-নগরপাল অফিসে রিপোর্ট পাঠাতে হবে। থানার তরফে ওই আবেদনকারীকে মেসেজ করে জানিয়ে দিতে হবে তাঁর আবেদন গ্রাহ্য হয়েছে কি না। বাতিল হলে সেটাও জানাতে হবে। বুধবারই প্রণাম বিষয়ক এক কার্যবিধি (এসওপি) লালবাজারের তরফে সব থানাকে পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ষাটের বেশি বয়সের যে কোনও নাগরিক অফলাইন এবং অনলাইন, প্রণামে সদস্য হতে পারবেন । যদিও আগে ৬৫ বছর না হলে প্রণামের সদস্য হওয়া যেত না।

আরও পড়ুন-সাতক্ষীরায় মুখোমুখি ট্রাক ও প্রাইভেটকার, নিহত দুই ভারতীয় নাগরিক

লালবাজার তরফে জানা গিয়েছে, থানায় গিয়ে প্রণামের সদস্য হওয়ার জন্য যেকোন ব্যক্তি নির্দিষ্ট ফর্ম জমা দিতে পারেন। ওই থানার নির্দিষ্ট পুলিশকর্মী সেই আবেদন খতিয়ে দেখবেন। উপ-নগরপালের অফিসে তিনি সাত দিনের মধ্যে তার রিপোর্ট জমা দেবেন। অনলাইনেও সদস্য হওয়ার জন্য আবেদন করা যাবে। আবেদনের সাত দিনের মধ্যে সব খতিয়ে দেখে রিপোর্ট দিতে হবে থানার তরফে। লালবাজার দশ দিনের মধ্যে পরিচয়পত্র পৌঁছে দেওয়ারও নির্দেশ দিয়েছে ।

Latest article