অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি পর্যটকদের বুকিং নেবে না শৈল শহরের এই হোটেল

বিশ্বকাপে ফাইনাল ভারতের হারের পর বাংলাদেশিদের উচ্ছ্বাসের ফলেই হোটেল কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।

Must read

ক্রিকেট (Cricket) নিয়ে বাঙালি বা এই রাজ্যে উন্মাদনা তুলনাহীন। দক্ষিণ এশিয়ার ?(Sout Asia) অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেট। ক্রিকেট একপ্রকার ধর্ম আর ক্রিকেটপ্রেমীরা ভক্ত বলেই পরিচিত। দক্ষিণ এশিয়ার দুই বন্ধু রাষ্ট্র অদ্ভুতভাবেই ক্রিকেট ময়দানে আদায় কাঁচকলায়। এই অবস্থায় এবারের বিশ্বকাপে ভারত হারতেই বাংলাদেশের লাখ লাখ ক্রিকেটপ্রেমী উল্লাসে ফেটে পড়ে। তার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে এই বছর একটাও ম্যাচ হারেনি ভারত সেখানে বিশ্বকাপ ফাইনালে এভাবে হারে মর্মাহত ছিল ভারতের কোটি কোটি ক্রিকেটপ্রেমী। বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস ক্ষতের গভীরতা বাড়িয়ে দিয়েছে সে নিয়ে সন্দেহ নেই। এই অবস্থায় বলা যায় প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছে ভারত।

আরও পড়ুন-সাতক্ষীরায় মুখোমুখি ট্রাক ও প্রাইভেটকার, নিহত দুই ভারতীয় নাগরিক

জানা গিয়েছে, দার্জিলিঙের একটি হোটেল অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশিদের জন্য তাদের দরজা বন্ধ করে দিল। ভারতে ঘুরতে বা চিকিৎসা করাতে আসা বাংলাদেশিদের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল দার্জিলিং। এবার একটি হোটেল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিল, অনির্দিষ্টকালের জন্য তারা বাংলাদেশি পর্যটকদের বুকিং নেবে না। বিশ্বকাপে ফাইনাল ভারতের হারের পর বাংলাদেশিদের উচ্ছ্বাসের ফলেই হোটেল কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-কৌশাম্বীতে নাবালিকা ধর্ষিতাকে কুঠার দিয়ে খুন, পুলিশের গুলিতে আহত অভিযুক্ত

দার্জিলিঙের জনপ্রিয় হোটেল রয়োপোরাস তক্তসং ফেসবুকে একটি পোস্টে জানায় , ‘অনির্দিষ্টকালের জন্য আমাদের হোটেলে বাংলাদেশি পর্যটকদের বুকিং আর নেওয়া হবে না। ধন্যবাদ।’ ইংরেজি এবং বাংলা, দু’টি ভাষাতেই লেখা হয়েছে। শুধু লেখা নয় পোস্টে ভারতীয় পতাকার ইমোজি দেওয়া রয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট এর পর তাদের প্রশংসায় পঞ্চমুখ হন ক্রিকেটপ্রেমীরা। প্রসঙ্গত, ভারত হেরে যাওয়ায় সোশ্যাল মিডিয়া জুড়ে বাংলাদেশের অতিরিক্ত উচ্ছ্বাস সকলেরই নজর কেড়েছে। কিছু ক্ষেত্রে প্রকাশ্যেই বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বকাপ জিতলেও এত আনন্দ হত না, যতটা বেশি আনন্দ হচ্ছে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জেতায়। স্বাভাবিকভাবেই এই ব্যবহার ভালো চোখে দেখছে না এপার বাংলা।

Latest article