আত্মজীবনীতে চমক থাকবে : ওয়ার্নার

অস্ট্রেলীয় ওপেনার বিতর্কেও কম জড়াননি। তবে সব কিছুকে ছাপিয়ে যায় ‘স্যান্ডপেপার গেট’ বা বল বিকৃতিকাণ্ড বিতর্ক।

Must read

সিডনি, ৯ জুন : টেস্ট জীবন শেষ করার পরই ডেভিড ওয়ার্নার জানিয়েছিলেন, তিনি কোচিংয়ে আসতে চান। এবার শুনিয়ে রাখলেন, আগামী দিনে তাঁর আত্মজীবনী প্রকাশিত হবে এবং সেখানে অনেকের ভ্রু কোঁচকানোর মতো উপাদান মজুত থাকবে।
একটি পডকাস্টে অ্যাডাম গিলক্রিস্ট এবং প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকল ভনের সঙ্গে আলাপচারিতায় ওয়ার্নার বলেছেন, ‘‘অবশ্যই আমার আত্মজীবনী প্রকাশ পাবে। তার জন্য আরও অপেক্ষা করতে হবে। এটা বলতে পারি, আত্মজীবনীতে আকর্ষণীয় কিছু থাকবে।’’

আরও পড়ুন-মোয়ার শহরের মন জয় করে ফিরলেন মুখ্যমন্ত্রী

অস্ট্রেলীয় ওপেনার বিতর্কেও কম জড়াননি। তবে সব কিছুকে ছাপিয়ে যায় ‘স্যান্ডপেপার গেট’ বা বল বিকৃতিকাণ্ড বিতর্ক। ওয়ার্নারের কেরিয়ারের কলঙ্কিত অধ্যায় জায়গা পাবে তাঁর আত্মজীবনীতে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার বলে দিলেন, ‘‘স্যান্ডপেপার বিতর্ক অবশ্যই বইতে থাকবে। ভ্রু কুঁচকে যাওয়ার মতো অনেক কিছু উপাদানই থাকবে। তাছাড়া আমার তরফের গল্পটা তো বলা প্রয়োজন।’’ ওয়ার্নারকে আবার সেরা বলতে চান না অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ জন বুকানন। বর্ষীয়ান কোচের মতে, ডন ব্র্যাডম্যান, গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন গ্রেট। কিন্তু ওয়ার্নার মোটেই তা নন।

Latest article