প্রকাশিত ‘ছোটর দাবি’ শারদ সংখ্যা

ছোটবেলার পুজোর স্মৃতি উজাড় করেছেন হৈমন্তী শুক্লা, চিরঞ্জিত চক্রবর্তী, সুবোধ সরকার, নচিকেতা চক্রবর্তী, ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, প্রণতি ঠাকুর, অনুপম রায়।

Must read

 মহালয়ার দিনে প্রকাশিত হল ‘ছোটর দাবি’ পত্রিকার শারদ ১৪৩০ সংখ্যা। ছোটবেলার পুজোর স্মৃতি উজাড় করেছেন হৈমন্তী শুক্লা, চিরঞ্জিত চক্রবর্তী, সুবোধ সরকার, নচিকেতা চক্রবর্তী, ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, প্রণতি ঠাকুর, অনুপম রায়। গল্প লিখেছেন দেবাশিস সেন, চুমকি চট্টোপাধ্যায়, দীপান্বিতা রায়, জুলি লাহিড়ী প্রমুখ। আছে নানা স্বাদের কয়েকটি গদ্য। লিখেছেন পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, প্রদীপ আচার্য, ডাঃ সুজয় চক্রবর্তী, পূর্ণেন্দু চক্রবর্তী প্রমুখ। ছড়া-কবিতা উপহার দিয়েছেন পবিত্র সরকার, কৃষ্ণা বসু, তপন বন্দ্যোপাধ্যায়, শংকর চক্রবর্তী, শ্যামলকান্তি দাশ, বীথি চট্টোপাধ্যায়, ভবানীপ্রসাদ মজুমদার, সুজিত সরকার, লুৎফর রহমান রিটন, আনসার উল হক, হাননান আহসান, সমর পাল, আশিস মিশ্র, দীপ মুখোপাধ্যায়, দেবব্রত দত্ত, শিবাশিস মুখোপাধ্যায় প্রমুখ। প্রচ্ছদশিল্পী শংকর বসাক। সম্পাদক অশ্রুরঞ্জন চক্রবর্তী। দাম ১৫০ টাকা।

আরও পড়ুন-মূল্যবৃদ্ধি আর বেকারত্বের সমস্যা মিটে গেল বুঝি?

প্রকাশিত ‘নীল দিগন্ত’ শারদ সংখ্যা

 ১০ অক্টোবর অবনীন্দ্র সভাঘরে প্রকাশিত হল ‘নীল দিগন্ত’ পত্রিকার শারদীয়া সংখ্যা। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক দেবাশিস কুমার, বীথি চট্টোপাধ্যায় প্রমুখ। পরিবেশিত হয় কবিতা পাঠ, শ্রুতি নাটক। কয়েকজনকে সংবর্ধিত করা হয়। এবারের শারদ সংখ্যাটি গদ্যে-পদ্যে ঠাসা। প্রবন্ধ লিখেছেন আশিস গুহরায়, সত্যম রায়চৌধুরী। গল্প লিখেছেন শর্মিষ্ঠা দাস, স্বপ্না বন্দ্যোপাধ্যায়, চুমকি চট্টোপাধ্যায়, দেবযানী বসু কুমার, দীপান্বিতা রায় প্রমুখ। এ-ছাড়াও আছে মায়া সিদ্ধান্তের ভ্রমণ, সুস্মেলী দত্তের নাটক, সৌম্য সিংহর স্বাস্থ্য-বিষয়ক লেখা। কবিতা লিখেছেন এই সময়ের বিশিষ্ট কবিরা। প্রচ্ছদ শিল্পী চিরঞ্জিত চক্রবর্তী। সম্পাদক শিবানী মুখার্জি পান্ডে। দাম ৬০ টাকা।

Latest article