কুন্তলকে সম্মান, কেন দায় নেবে না মিডিয়া?

এই প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়, কীভাবে কুন্তলকে এই পুরস্কার দেওয়া হল?

Must read

প্রতিবেদন : একশ্রেণির মিডিয়া পুরস্কৃত করেছে কুন্তল ঘোষকে। ফলে স্বাভাবিকভাবেই এই স্বীকৃতির ফলে সমাজে প্রভাব-প্রতিপত্তি বেড়েছে কুন্তল ও আরও অনেকের। দুর্নীতির দায়ে গ্রেফতার হওয়ায় মিডিয়া আঙুল তুলছে তৃণমূল কংগ্রেসের দিকে। কারণ সে যুবনেতা ছিল। কুন্তল ও কুন্তলদের মতো বেআইনি কাজে জড়িতদের স্বীকৃতির দায় শুধু তৃণমূল কংগ্রেসের!

আরও পড়ুন-কম্বল-কাণ্ডে নয়ডা থেকে ধৃত জিতেন্দ্র

মিডিয়ার কোনও দায় নেই? এই প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়, কীভাবে কুন্তলকে এই পুরস্কার দেওয়া হল? সামাজিক ক্ষেত্রে অবদানের জন্যই তো নিশ্চয়ই দেওয়া হয়েছে। তখন কেন খোঁজ-খবর করে পুরস্কার দেওয়া হল না? এই একই জিনিস চিটফান্ড কেসেও হয়েছিল। আইকোর প্রধানকে পুরস্কৃত করা হয়েছিল সবচেয়ে বড় উদ্যোগপতি হিসেবে। কুণালের সংযোজন, মিডিয়ার অধিকার আছে সমালোচনা করার। কিন্তু এই বিষয়গুলি নিয়ে নিশ্চিতভাবেই আলোচনারও অবকাশ রয়েছে। কারণ সমাজকে বাদ দিয়ে দল বা মিডিয়া কোনওটাই নয়।

Latest article