বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: যখন খুশি দল ছাড়লাম। আবার যখন খুশি ফিরলাম। এই ‘আয়ারাম গয়ারাম’ তৃণমূল কংগ্রেসে যে আর কোনও ভাবেই চলবে না তা পরিষ্কার জানিয়ে দিলেন পুর ও নগর উন্নয়নমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মঙ্গলবার আলিপুরদুয়ারে পুরভোটের নির্বাচনী প্রচারে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা ফের স্মরণ করিয়ে দিলেন মন্ত্রী।
আরও পড়ুন-সৌজন্যের অভাব
তিনি বলেন, ‘‘বিধানসভা নির্বাচনের আগে অনেকে দল ছেড়েছেন। ফিরেছেন। যাঁদের দল যোগ্য মেনে করেছে তাঁদের ফিরিয়েছে। কিন্তু সবাই যদি মনে করে যে আবার ফিরব তা চলবে না। এই বিষয়ে দল আগেই বিস্তারিত জানিয়েছে। ফের একথা বললাম।’’ এরপরই আলিপুরদুয়ারের দুই পুরসভার প্রার্থীদের নিয়ে প্রচারে পা মেলান তিনি। এলাকায় বিপুল উন্নয়ন করেছে তৃণমূল কংগ্রেস। ভোল বদলে গিয়েছে রাস্তাঘাটের। মানুষ পেয়েছেন পরিষেবা। শুধু তাই নয়, পরিশ্রুতিমতো ফালাকাটাকে নতুন পুরসভা করা হয়েছে। ফলে দ্রুত এগিয়ে যাচ্ছে উন্নয়নের কাজ।
আরও পড়ুন-হাওড়ায় ক্রমশ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে বিজেপি
ফলে মন্ত্রীর প্রচারেই পেয়েছেন বিপুল সমর্থনের বার্তা। মানুষ বারবারই বুঝিয়ে দিয়েছেন তাঁরা উন্নয়নের সরকারের পাশে আছেন। এরফলে আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার ও ফালাকাটা এই দুটি পুরসভা জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখা গেল রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। ‘‘আমরা জয়ী হব, তৃণমূলের বোর্ড হবে”, মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার মাদারিহাটে সাংবাদিক সম্মেলন করে একথা জানান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।