শেষদিকের প্রচারে চড়ল সুর

তৃণমূল প্রার্থীদের জয়ী করার আবেদন জানানোর পাশাপাশি তিনি বলেন, বাম জমানায় বারাসতের জেলা সদর হাসপাতাল মানুষের ব্যবহারের অযোগ্য ছিল।

Must read

সংবাদদাতা, বারাসত : পুরভোট যত এগিয়ে আসছে রাজ্যের নানা প্রান্তে পুরসভা স্তরে তৃণমূল প্রার্থীদের প্রচারে প্রতিদিনই নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে। ছুটে আসছেন রাজ্যের মন্ত্রী থেকে সাংসদ-বিধায়করাও। উন্নয়ন, প্রগতি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর পরিশ্রমের ফল হিসাবেই সাম্প্রতিক পুরনিগমের মতোই রাজ্য জুড়ে প্রতিটি পুরসভায় ফের দলের জয় এখন শুধু সময়ের অপেক্ষা। ব্যতিক্রম নয় বারাসত পুরসভাও।

আরও পড়ুন-আয়ারাম-গয়ারাম আর চলবে না, জানালেন চন্দ্রিমা

বারাসতবাসী তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে দাবি বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদারের। সোমবার রাতে বারাসত পুরসভার ৫ তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা ও প্রচারে এসে এমনই মন্তব্য করেন তিনি। শেঠপুকুরের অস্থায়ী মঞ্চ থেকে সোমবার নির্বাচনী প্রচার চালায় তৃণমূল। ছিলেন জনপ্রিয় চিকিৎসক সাংসদ কাকলি ঘোষদস্তিদার। ২৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী বিদায়ী মুখ্য পুর প্রশাসক সুনীল মুখোপাধ্যায়-সহ ২৫, ২৬, ২৭ ও ৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পম্পি মুখোপাধ্যায়, অভিজিৎ নাগ চৌধুরি, প্রবীর বিশ্বাস এবং বারাসত সাংগঠনিক জেলার দলীয় সভাপতি অশনি মুখোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন সাংসদ।

আরও পড়ুন-সৌজন্যের অভাব

বক্তব্যে তৃণমূল প্রার্থীদের জয়ী করার আবেদন জানানোর পাশাপাশি তিনি বলেন, বাম জমানায় বারাসতের জেলা সদর হাসপাতাল মানুষের ব্যবহারের অযোগ্য ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুকূল্যে উন্নত পরিকাঠামো তৈরি হয়েছে, মেডিক্যাল কলেজে পরিণত হয়েছে। ফলে এখন মানুষ সব রকমের চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। বারাসত জুড়ে নিকাশি ব্যবস্থা উন্নত হয়েছে, বাকি সমস্যাও ভবিষ্যতে থাকবে না বলে দাবি তাঁর।

Latest article