সংবাদদাতা, পুরুলিয়া : সবুজ বনানী, মায়াবী পাহাড় একই আছে। কিন্তু প্রকৃতির রুদ্রতাপে দগ্ধ অযোধ্যা পাহাড়ে নেই জনমানব। টানা এক সপ্তাহের দাবদাহে পরিস্থিতি ভয়াবহ। বুনো জন্তুদেরও দিনে মিলছে না দেখা। পাহাড়ে রবিবার তাপমাত্রা ছিল ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস। এক সপ্তাহ ধরে এভাবেই পুড়ছে অরণ্যসুন্দরী।
আরও পড়ুন-জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা শিল্পনগরী দুর্গাপুরে, রেল দুর্ঘটনায় হতাহতদের জন্য পুজােপাঠ
হোটেল ব্যবসায়ী তথা তৃণমূলের আদিবাসী নেতা অখিল সিং সর্দার জানান, অন্য বছর জুনের প্রথম সপ্তাহের আগেই কিছু বৃষ্টি হয়। ফলে ধানের বীজ ফেলা যায়, ঝরনাগুলোও একেবারে শুকিয়ে যায় না। এবার দীর্ঘ সময় বৃষ্টি হয়নি। তার উপর ভয়ানক তাপপ্রবাহ। কোনও হোটেলেই পর্যটক নেই। পাহাড় থেকে বাঘমুন্ডি, সর্বত্র একই ছবি। পাহাড়ের প্রবীণ বাসিন্দা রাজশেখর মাহাত বলেন, ঝরনাগুলো আগে কখনও শুকিয়ে যায়নি। এবার শুকিয়ে গিয়েছে। এত বেশিদিন নাগাড়ে দগ্ধ দিন আগে দেখিনি। তবে দুরন্ত গরমেও কেউ অসুস্থ হননি। স্থানীয় মানুষ কাজের সময় বদলেছেন। ভোর থেকে সকাল ৯টা, বিকেল পাঁচটা থেকে রাত আটটা অবধি জঙ্গলে যাচ্ছেন কাজের প্রয়োজনে। দুপুরে নিস্তব্ধ পাহাড়ে শোনা যাচ্ছে শুধু দু-একটি পাখির ডাক।