সংবাদদাতা, বালুরঘাট : আধুনিক চিকিৎসা বা অ্যালোপ্যাথি চিকিৎসার অনেক সময়েই সাধারণ মানুষ নাগাল পায় না, নানা কারণে। সেক্ষেত্রে তাদের ত্রাতা হয়ে ওঠে বিকল্প চিকিৎসা। সেই বিকল্প চিকিৎসার পথ দেখাচ্ছে দক্ষিণ দিনাজপুরের আয়ুষ মেলা। সাধারণ মানুষদের মধ্যে চিকিৎসা ব্যবস্থাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হল আয়ুষ মেলা।
আরও পড়ুন-কারখানায় বিক্ষোভ সামাল দিতে গিয়ে জখম আইসি
মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার রবীন্দ্রভবনে আয়ুষ মেলার উদ্বোধন করেন মন্ত্রী বিপ্লব মিত্র। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের আইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ দাস, গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। জানা গিয়েছে, বহুল ব্যবহৃত অ্যালোপ্যাথি তথা আধুনিক চিকিৎসা ব্যবস্থা ছাড়াও যোগ ও নেচেরোপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদ, সিদ্ধা, হোমিওপ্যাথি প্রভৃতি অন্যান্য নানাবিধ চিকিৎসাপদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করাই এই আয়ুষ মেলার অন্যতম উদ্দেশ্য। আয়ুষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বিপ্লব মিত্র তাঁর নিজ বক্তব্যে অ্যালোপ্যাথি চিকিৎসাব্যবস্থার উদ্ভাবনের পূর্বে প্রাচীনকালে আয়ুর্বেদ চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত বলেন।