কারখানায় বিক্ষোভ সামাল দিতে গিয়ে জখম আইসি

একটি নির্মীয়মাণ কারখানায় স্থানীয়দের বিক্ষোভ সামাল দিতে গিয়ে গুরুতর আহত হলেন রঘুনাথপুর থানার আইসি অর্ঘ্য মণ্ডল।

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : একটি নির্মীয়মাণ কারখানায় স্থানীয়দের বিক্ষোভ সামাল দিতে গিয়ে গুরুতর আহত হলেন রঘুনাথপুর থানার আইসি অর্ঘ্য মণ্ডল। সঙ্গে বেশ কয়েকজন পুলিশকর্মীও। মঙ্গলবার পুরুলিয়ার রঘুনাথপুর শিল্পতালুকের লছমনপুরের ঘটনা। আহত পুলিশকর্মীকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করল পুলিশ। আটক করা হয়েছে দুটি মোটরবাইক ও কয়েকটি সাইকেল।

আরও পড়ুন-মুকুটমণিপুরে শুরু হল পরিযায়ী পাখিসুমারি

ঘটনাটি ঘটেছে এলাকায় বর্তমানে পুলিশ পিকেট রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। রঘুনাথপুরে এক প্রতিষ্ঠিত ইস্পাত শিল্পগোষ্ঠী কারখানা গড়ার কাজ শুরু করেছে। সোমবার সেখানে হাতে ‘স্থানীয় ও জমিহারা’ প্ল্যাকার্ড নিয়ে হাজির হয় কিছু মানুষ। সংখ্যায় ছিল প্রায় পাঁচশোজন। কারখানা কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ এসে জমায়েত সরিয়ে দিতে গেলে ওরা পুলিশকে আক্রমণ করে। তাদের ছোঁড়া ইটের আঘাতে আইসি লুটিয়ে পড়েন। তাঁকে কোনওরকমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় অন্য পুলিশকর্মীরা। ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার অম্লানকুসুম ঘোষ।

Latest article