কিপিং গ্লাভস! শাস্তি বাবরের

Must read

মুলতান : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে দল জিতলেও, বিতর্কে জড়ালেন বাবর আজম (Babar Azam)। ফিল্ডিং করার সময় পাক অধিনায়ক উইকেটকিপিং গ্লাভস ব্যবহার করেছিলেন। যা ক্রিকেটের নিয়মবিরুদ্ধ। এর শাস্তি হিসেবে পাকিস্তানের পাঁচ রান কেটে নেওয়া হয়। যদিও তাতেও ক্যাবিরিয়ানদের ১০২ রানে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
বিতর্কের সূত্রপাত ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ২৯তম ওভারে। সেই সময় স্কোয়ার লেগে ফিল্ডিং করছিলেন বাবর (Babar Azam)। ক্রিকেটের নিয়মের ২৮.১ ধারা অনুযায়ী ম্যাচ চলাকালীন একমাত্র উইকেটকিপার ছাড়া কোনও ফিল্ডার গ্লাভস ব্যবহার করতে পারবেন না। কিন্তু হঠাৎ করেই দেখা যায়, ক্যারিবিয়ান অলরাউন্ডার আলজারি জোসেফের নেওয়া শট আটকানোর সময় বাবরের ডানহাতে উইকেটকিপারের গ্লাভস! সঙ্গে সঙ্গে তাঁকে সতর্ক করেন দুই আম্পায়ার। একই সঙ্গে পেনাল্টি স্বরূপ পাকিস্তানের পাঁচ রান কেটে নেন। এদিকে, বিতর্কের আবহেও ব্যাট হাতে নতুন রেকর্ড গড়েছেন বাবর। এই ম্যাচে ৯৩ বলে ৭৭ রান করার পর, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে একদিনের ক্রিকেটে টানা ৯টি ম্যাচে পঞ্চাশ বা তার বেশি রান করার নজির গড়ছেন তিনি।

Latest article