বিজেপি ছাড়লেন বাবু মাস্টার

Must read

প্রতিবেদন :  বিজেপি ছাড়লেন বসিরহাটের জনপ্রিয় নেতা বাবু মাস্টার। বিজেপি ছাড়ার পাশাপাশি নিজের কৃতকর্মের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমাও চেয়ে নিলেন বাবু মাস্টার। উসকে দিলেন তৃণমূলে প্রত্যাবর্তনের সম্ভাবনা।

বিলম্বিত বোধদয়। পেশায় বসিরহাটের ভবানীপুর সেন্ট্রাল মডেল হাইস্কুলের শিক্ষক ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টারের দাবি, বিজেপিতে যাওয়া ছিল তাঁর হঠকারী সিদ্ধান্ত। বলেন, “বিজেপির মতাদর্শের সঙ্গে আমার কোনও মিল নেই”! জীবদ্দশায় আর বিজেপি করবেন না বলেও ঘোষণা করেন তিনি।

আরও পড়ুন : করোনা রুখতে উদ্যোগ রাজ্যের

কে এই বাবু মাস্টার?

একদা সিপিএম নেতা। ২০১১ সালে দীর্ঘ ৩৪ বছরের বাম অপশাসনের পর বাবু মাস্টার সিপিএম ছেড়ে নাম লেখান তৃণমূলে। ২০১৮ সালে হাসনাবাদ থেকে জেলা পরিষদের শিক্ষা, ক্রীড়া ও তথ্য সংস্কৃতি দফতরের কর্মাধ্যক্ষ নির্বাচিত হন তিনি। কিন্তু ২০১৯ সালে লোকসভা ভোটের পরই ফের ক্ষমতার অলিন্দে থাকার জন্য বেসুরো হন বাবু মাস্টার। একুশের বিধানসভা ভোটের ঠিক আগে গত বছর ১৯ ডিসেম্বর, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার দিনই পদ্ম শিবিরে নাম লেখান অর্জুন সিংহ ঘনিষ্ঠ এই নেতা। বিধানসভা ভোটে বিজেপির হয়ে প্রচারও করেন তিনি। অবশেষে মোহভঙ্গ। বিজেপি ছাড়লেন বাবু মাস্টার। রাজনৈতিক মহলে জোর জল্পনা, তৃণমূলে ফেরার অপেক্ষায় এই সংখ্যালঘু নেতা।

 

Latest article