করোনা রুখতে উদ্যোগ রাজ্যের

Must read

প্রতিবেদন :  রাজ্যে করোনা সংক্রমণে ঊর্ধ্বগতির নিরিখে রাজ্য সরকার ফের একবার জেলায় জেলায় করোনা চিকিৎসা পরিকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। সংক্রমণের নিরিখে শীর্ষে থাকা জেলার হাসপাতালগুলিতে করোনা শয্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই তিন জেলার জেলা হাসপাতালে করোনা বেড বাড়ানো হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। এছাড়া একাধিক মহকুমা হাসপাতালেও পরিকাঠামোকে উন্নত করা হচ্ছে। নবান্ন সূত্রে খবর, বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০০টি করে বেড বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন : কালীপুজো-ছটে শুধুই পরিবেশবান্ধব বাজি

এছাড়াও ১৬টি জেলা এবং মহকুমা হাসপাতালেও ১০০টি করে কোভিড বেড বাড়ানোর কথা জানানো হয়েছে। পুরুলিয়ার ঝাড়গ্রাম মহকুমা হাসপাতালে তৈরি হচ্ছে ৫০ শয্যার কোভিড ওয়ার্ড। এছাড়াও ১০টি ব্লক স্তরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও ২০ শয্যার কোভিড ওয়ার্ড তৈরি করা হচ্ছে। রাজ্যে করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ চলাকালীন বেশকিছু বেসরকারি হাসপাতালকে চিকিৎসার জন্য ব্যবহার করেছিল রাজ্য সরকার। করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা স্তিমিত হওয়ার পরে সেরকম অনেকগুলি হাসপাতালকে ছেড়ে দেওয়া হয়। করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় আবার এরকম কিছু হাসপাতালকে ব্যবহার করার বিষয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে ।

Latest article