২০২৪ সালে কাকে প্রধানমন্ত্রী দেখতে চায় দেশ? জবাবে সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া বাবুল সুপ্রিয় বলেন, ”সবচেয়ে জনপ্রিয় মানুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অন্যতম সে সম্পর্কে কোনও সন্দেহ নেই। ২০১৪ সালে মোদিজী দেশের আশা ছিলেন। ২০২৪ সালে আমি যে দলে আছি তার পুরোধা আশার তালিকায় শীর্ষে থাকবেন। এর মধ্যে কোনও ভুল নেই।”
আরও পড়ুন-দিলীপ ঘোষকে কটাক্ষ করে বাবুল বললেন, ‘দেখা হলে বর্ণপরিচয় উপহার দেব’
২০১৪ লোকসভা ভোটের আগে আসানসোলে বিজেপির প্রচারে এসে নরেন্দ্র মোদি বলেছিলেন, “আমার মন্ত্রিসভায় বাবুলকে চাই…!” আসানসোলবাসী বাবুল সুপ্রিয়কে নির্বাচিত করে মোদির মনবাসনা পূরণ করেছিলেন। মোদি ক্ষমতায় আসার পর কেন্দ্রের প্রতিমন্ত্রী হয়েছিলেন। ২০১৯ সালেও দ্বিতীয়বার জিতে কেন্দ্রের প্রতিমন্ত্রী হয়েছিলেন বাবুল। এরপর থেকে মোদিকে নিয়ে মাঝে মধ্যেই বাবুলের টুইট, ”মোদি হ্যায় তো মুমকিন হ্যায়।”
মাসকয়েক আগে মোদি মন্ত্রিসভার রদবদলের সময় প্রতিমন্ত্রী থেকেও বাদ পড়েন বাবুল। তারপর থেকেই “বেসুরো” হওয়া শুরু। অবশেষে শনিবার আচমকাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে এসে তৃণমূলে যোগ দেন আসানসোলের সাংসদ।