ফের ভারী বৃষ্টির সতর্কতা দুই বঙ্গে

Must read

ব্যুরো রিপোর্ট : জোড়া ঘূর্ণাবর্তের জেরে চলবে বৃষ্টি। এখনই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না দুই বঙ্গে। দুই বঙ্গেই ভারী বৃষ্টির সম্ভাবনা। ফলে ফের বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলার কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

আরও পড়ুন-সবচেয়ে জনপ্রিয় মানুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম, বললেন বাবুল

ঘূর্ণাবর্তের জেরে একটানা বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। নদীবাঁধ ভেঙে ভাসছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর সহ একাধিক গ্রাম। জলমগ্ন হাওড়া খানাকুলের বিস্তীর্ণ এলাকা। হুগলির চাঁপদানি পুরসভার থেকে বৈদ্যবাটী স্টেশন আসার গুরত্বপূর্ণ রাস্তা জলের তলায় । সুষ্ঠু নিকাশি ব্যবস্থা না থাকার ফলে ডিভিসি খাল সংলগ্ন এলাকায় জমে রয়েছে জল। তবে বিপর্যস্ত এলাকাগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে প্রশাসন। দুর্গতদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ।

Latest article