প্রতিবেদন : ফের করোনায় আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বাবুলের সঙ্গেই আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রী, বাবা এবং বাড়ির কয়েকজন কর্মীও। তাঁদের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। মঙ্গলবার নিজেই ট্যুইট করে এই খবর জানিয়েছেন তৃণমূল নেতা। এনিয়ে তৃতীয়বার তিনি করোনায় আক্রান্ত হলেন। এই মুহূর্তে বাবুল সুপ্রিয় এবং তাঁর স্ত্রীর মৃদু উপসর্গ থাকায় তাঁরা বাড়িতেই রয়েছেন বলে খবর। এর আগে গত এপ্রিল মাসে দ্বিতীয়বার তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। এবার তৃতীয়বার।
আরও পড়ুন-মিথ্যাচার করেছেন মোদি ও অমিত শাহ, মতুয়াগড়ে বিজেপি ভিলেন
আক্রান্ত হওয়ার খবর দেওয়ার পাশাপাশি তিনি করোনা চিকিৎসার খরচ কমানোর আবদেনও জানিয়েছেন। এই মুহূর্তে করোনা চিকিৎসায় যে ককটেল থেরাপি প্রয়োগ করা হচ্ছে, তার খরচ কমানোর জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের প্রাক্তন সাংসদ। করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কায় জেরবার কার্যত গোটা দেশ। তার মাঝে মাথাচাড়া দিয়ে উঠেছে নয়া স্ট্রেন ওমিক্রন। আর নিজের করোনা পজিটিভ রিপোর্ট হাতে পাওয়ার পর সেই ককটেল থেরাপি নিয়েই ট্যুইটারে সরব হলেন বাবুল সুপ্রিয়।
আরও পড়ুন-বাংলার জঙ্গলে ঢুকছে অসমের শিকারিরা, বেআইনি অনুপ্রবেশ, আটক ১৭
ট্যুইটে তিনি কেন্দ্রের কাছে এই চিকিৎসা পদ্ধতির খরচ কমানোর আবেদন জানান। চুরাশি বছর বয়সি বাবার কথা উল্লেখ করে বাবুলের দাবি, বাবার জন্য এই থেরাপি খুবই প্রয়োজনীয়। কোথায় মিলবে তা? তাঁর আবেদন, অন্তত সমস্ত সরকারি হাসপাতালে জরুরি ভিত্তিতে এই চিকিৎসা পদ্ধতি চালু করা হোক। তাতে আরও ভালভাবে কো-মর্বিড রোগীদের চিকিৎসা সম্ভব হবে। ট্যুইটারে তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করেছেন।