প্রতিবেদন : শনিবার ছিল যুদ্ধের তৃতীয় দিন। গোটা দেশে শুধুই পোড়া বারুদের গন্ধ। মুহুর্মুহু বোমাবর্ষণে কেঁপে উঠছে ইউক্রেনের মাটি। ইউক্রেনের আকাশে শুধু চক্কর কাটছে রুশ যুদ্ধবিমান। রাস্তাঘাট শুনশান। বেশিরভাগ মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন হয় মেট্রো স্টেশনে, নতুবা সেনাবাহিনীর বাঙ্কারে। এহেন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সেনা বাঙ্কারের ভিতরেই জন্ম নিল ইউক্রেনের স্বাধীনতা।
যুদ্ধের কারণে রাজধানী কিয়েভের সেনা বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন বছর তেইশের এক পূর্ণ অন্তঃসত্ত্বা তরুণী। শনিবার দুপুরে ওই তরুণী বাঙ্কারের মধ্যেই এক ফুটফুটে কন্যাসন্তান প্রসব করেন। ইউক্রেন (Ukraine) সরকার ওই তরুণীর সদ্যোজাত কন্যার নাম দিয়েছে ‘স্বাধীনতা’।ইউক্রেন বিদেশমন্ত্রক ট্যুইটারে এই সুন্দর মুহূর্ত ও সদ্যোজাত কন্যা সন্তানের ছবি দিয়ে বিষয়টি সকলের মধ্যে শেয়ার করে নিয়েছে। বিদেশমন্ত্রক ট্যুইটারে জানিয়েছে, এই প্রথম কিয়েভের বাঙ্কারে কোনও শিশুর জন্ম হল। যে পরিস্থিতিতে ওর জন্ম হল তা খুবই দুর্ভাগ্যজনক। তবে আমরা চেষ্টা করব ওই শিশুটি যেন আগামী দিনে সুন্দর ইউক্রেনকে (Ukraine) দেখতে পায়। আমরা এই শিশুটিকে ‘স্বাধীনতা’ বলে ডাকব।
আরও পড়ুন – বহু সাধারণ মানুষের মৃত্যু, শহর ধ্বংসস্তূপ
নেটিজেনরা অনেকেই বলেছেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ধ্বংসস্তূপে এ যেন এক সদ্য ফোটা ফুল। জানা গিয়েছে, কিয়েভের সেনা বাঙ্কারে তৈরি হওয়া বিশেষ হাসপাতালে মহিলা পুলিশ কর্মীদের সহায়তায় ওই তরুণী তাঁর কন্যার জন্ম দিয়েছেন। মা ও মেয়ে দু’জনেই সুস্থ রয়েছেন। ওই তরুণী তাঁর মেয়ের নাম রেখেছেন মিয়া।