সাত মাসের শিশুকে কামড়ে খেল কুকুর

হাসপাতালে কয়েক ঘণ্টা ধরে শিশুটির অস্ত্রোপচার করা হলেও তাকে বাঁচানো যায়নি। মঙ্গলবার ভোরে শিশুটির মৃত্যু হয়।

Must read

প্রতিবেদন : যোগীর রাজ্যে কুকুরের কামড়ে প্রাণ গেল নয়ডার সাত মাসের এক শিশুর। জানা গিয়েছে, সোমবার নয়ডায় একটি আবাসনে শিশুটির উপর ঝাঁপিয়ে পড়ে বেশ কয়েকটি কুকুর। তাদের আক্রমণে শিশুটির পেট থেকে পাকস্থলী-সহ বেশ কিছু অঙ্গপ্রত্যঙ্গ বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গেই শিশুটিকে হাসপাতালে গিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

আরও পড়ুন-ধার নেওয়া টাকা শোধ করতে না পারায় বাইকের পিছনে বেঁধে নির্মম টান যুবককে

উল্লেখ্য, দিল্লি ও সংলগ্ন এলাকায় গত কয়েকদিন ধরেই কুকুরের উপদ্রবে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, মৃত শিশুটির বাবা-মা ওই আবাসনে শ্রমিকের কাজ করেন। ঘটনার সময়ে শিশুটিকে একটি জায়গায় রেখে কাজ করছিলেন তাঁরা। আচমকা শিশুটির উপর ঝাঁপিয়ে পড়ে কয়েকটি কুকুর। তার শরীর থেকে বেরিয়ে এসে পাকস্থলী। হাসপাতালে কয়েক ঘণ্টা ধরে শিশুটির অস্ত্রোপচার করা হলেও তাকে বাঁচানো যায়নি। মঙ্গলবার ভোরে শিশুটির মৃত্যু হয়। একরত্তির মৃত্যুর খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন ওই আবাসন কাজ করা শ্রমিকরা। স্থানীয় প্রশাসন ও যোগী সরকারের কাছে এলাকার নাগরিকরা পথকুকুরের সমস্যা নিয়ে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কাজের কাজ হয়নি৷ পুরসভা ও প্রশাসনের গাফিলতিতেই এভাবে ভয়ঙ্কর মৃত্যু হল শিশুটির৷

Latest article