মুম্বই, ২২ জুন : এশিয়া কাপ নিয়ে পিসিবির টালবাহানা চলছেই। নাজাম শেঠি একরকম বলেছেন। পিসিবির ভাবি চেয়ারম্যান জাকা আশরাফ আরেক রকম বলেছেন। পরে আবার অন্যরকম বলছেন। ফলে কোনটা যে শেষপর্যন্ত ঠিক হবে তা কেউ জানে না।
আরও পড়ুন-নির্বাচক প্রধান খুঁজছে বোর্ড, শেহবাগে চোখ, আটকাচ্ছে অর্থে
এশিয়া কাপ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে একটা সমাধানসূত্র বেরিয়েছিল হাইব্রিড মডেল। এতে ঠিক হয় যে মূল টুর্নামেন্ট পাকিস্তানেই হবে। তারা এশিয়া কাপের আয়োজক। শুধু ভারত তাদের ম্যাচগুলি খেলবে শ্রীলঙ্কায়। যার ভিত্তিতে বিশ্বকাপে ভারতে খেলতে আসা নিয়ে পাক আপত্তি লঘু হতে শুরু করেছিল। পাকিস্তানের অতঃপর আপত্তি রয়েছে কয়েকটি ভেনু নিয়ে। যা সম্ভবত শুনবে না ভারতীয় বোর্ড। কিন্তু বিশ্বকাপের চূড়ান্ত সূচি এখনও প্রকাশিত হয়নি।
আরও পড়ুন-আরও আগ্রাসনের বার্তা ম্যাকালামের বিনোদনেই নজর : বয়কট
নাজাম দায়িত্ব থেকে সরছেন। আর এরমধ্যে ভাবী পিসিবি চেয়ারম্যান আশরাফ হাইব্রিড মডেলের ব্যাপারটা উড়িয়ে দিয়েছেন। তিনি মিডিয়াকে প্রথমে বলেছিলেন, এমন কোনও মডেলের বিষয় তাঁর জানা নেই। যা নিয়ে নতুন করে অনিশ্চয়তার মধ্যে পড়ে এশিয়া কাপ। পরে আবার তিনি বলেছেন, এমন একটা সিদ্ধান্ত যখন হয়েছে, তখন সবাইকে সেটা মানতে হবে।
আরও পড়ুন-জঙ্গিদের গুলিতে জখম ২ জওয়ান
আশরাফ বলেন, ‘‘আমার ব্যক্তিগত মত হল হাইব্রিড মডেলে পাকিস্তানের কোনও উপকার হবে না। আমি এটা পছন্দ করছি না। আয়োজক হিসাবে দেখার ছিল যাতে পুরো টুর্নামেন্ট পাকিস্তানে হয়। কিন্তু সেটা না হয়ে বেশি ম্যাচ হচ্ছে শ্রীলঙ্কায়। তবে সিদ্ধান্ত যখন একবার হয়ে গিয়েছে, তখন আমাদের এটা মানতে হবে। আমি রাস্তা আটকাব না। বরং এই সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। তবে আগামিদিনে যাতে সমস্ত সিদ্ধান্ত দেশের স্বার্থে গৃহীত হয়, সেটা দেখা হবে।”
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…