বালিবোঝাই লরির জন্য বেহাল রাস্তা

স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তা দিয়ে বালিয়া, নোটা, বাজনাগুড়ি প্রভৃতি গ্রামের কয়েক হাজার লোকজন চলাচল করেন।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : বালিবোঝাই গাড়ির যাতায়াতে নষ্ট হচ্ছে রাস্তা। বাড়ছে পথ দুর্ঘটনা। চরম সমস্যায় পড়েছেন পথচলতি সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালকেরা। গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বালিয়া থেকে রান্টুয়া পর্যন্ত প্রায় পাঁচ কিমি দীর্ঘ রাস্তাটি বালিবোঝাই গাড়ির চলাচলে নষ্ট হতে বসেছে বলে অভিযোগ।

আরও পড়ুন-খুন চাপা দিতে জাতপাতের তত্ত্ব

স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তা দিয়ে বালিয়া, নোটা, বাজনাগুড়ি প্রভৃতি গ্রামের কয়েক হাজার লোকজন চলাচল করেন। এই রাস্তাটি তাঁদের চলাচলের একমাত্র উপায়। গ্রামবাসীদের অভিযোগ, কাছেই রয়েছে সুবর্ণরেখা নদী। নদীর বেশ কয়েকটি খাদান থেকে বালি তুলে ভারী গাড়িগুলি এই পথেই চলাচল করছে। ফলে ব্যাপক ক্ষতি হচ্ছে পিচ রাস্তার। এলাকার বাসিন্দারা আরও জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় রাস্তার মধ্যে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। প্রধানমন্ত্রী সড়ক যোজনায় কোটি টাকা ব্যয়ে রাস্তাটির সংস্কার করা হয়। এখন বালিবোঝাই লরির চাপে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। গুরুত্বপূর্ণ কাজে হাসপাতাল থেকে শুরু করে অফিস, কলেজে গেলেও ওই রাস্তাটা একমাত্র ভরসা। তাই স্থানীয়রা সকলে চাইছেন বালির গাড়ি অন্য রাস্তা দিয়ে চলাচল করুক। কবে হবে রাস্তা মেরামতের কাজ সেদিকেই তাকিয়ে রয়েছেন গ্রামবাসীরা।

Latest article