বন্ধু পেইনের পাশে থাকবেন না বেইলি

Must read

সিডনি, ২৩ নভেম্বর : টিম পেইনকে নিয়ে যদি নির্বাচকদের মধ্যে শেষমেশ ভোটাভুটি হয়, তা হলে তিনি সরে থাকবেন। এই ইস্যুতে নিজের সমর্থন কোনদিকে তা প্রকাশ্যে আনবেন না। জানিয়ে দিলেন জর্জ বেইলি।

তাঁরা দুজনে ঘনিষ্ঠ বন্ধু। অস্ট্রেলিয়া কেন, একসঙ্গে দীর্ঘদিন খেলেছেন তাসমানিয়ার হয়েও। এমনকী একটা জিমও করেছেন পার্টনারশিপে। অর্থাৎ নিজেদের বন্ধুত্ব ছাপিয়ে পারস্পরিক ব্যবসায়িক সম্পর্কও রয়েছে তাঁদের মধ্যে। ফলে পেইনকে নিয়ে এখন চরম বেকায়দায় পড়েছেন বেইলি।

আরও পড়ুন : ২১ বছর আগে ধর্ষণ করেছিলেন মারাদোনা , চাঞ্চল্যকর অভিযোগ কিউবার মহিলার

যিনি ট্রেভর হনসের জায়গায় অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের প্রধান নির্বাচক হয়েছেন। প্রাক্তন অধিনায়ক বেইলি এখন বলছেন, নির্বাচকমণ্ডলীতে বাকি যে দুজন সদস্য আছেন, যার মধ্যে কোচ জাস্টিন ল্যাঙ্গারও পড়েন, তাঁরাই অ্যাসেজে পেইনের দলে থাকা-না-থাকার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
নারী-ঘটিত বিতর্কে জড়িয়ে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কের ক্রিকেট জীবন এখন বিপন্ন। ঘাড়ে অস্ত্রোপচারের পর সবেমাত্র মাঠে ফিরেছেন পেইন। সোমবার তাসমানিয়ার সেকেন্ড ইলেভেনের হয়ে একটি ম্যাচ খেলেন। যে ম্যাচে পেইন বেশ ক’টি ক্যাচ নিয়েছেন। যা দেখে বেইলির মনে হয়েছে, ক্রিকেটীয় দিক থেকে পেইনের দলে অন্তর্ভুক্তিতে সমস্যা নেই। কিন্তু আসল সমস্যা অন্য জায়গায়। আর সেই ইস্যুতে নিজেকে দূরে রাখতে চান পেইনের বন্ধু।
চার বছর আগের ঘটনা সামনে আসার পর চরম সমস্যায় পড়েছেন ৩৬ বছরের অস্ট্রেলীয় টেস্ট অধিনায়ক। পেইন এই বিতর্কে অধিনায়কের পদ থেকে সরে গিয়েছেন। তবে অনেকেই মনে করছেন ইংল্যান্ডের বিরুদ্ধে ৮ ডিসেম্বর গাব্বায় যে সিরিজ শুরু হচ্ছে, তাতেও তাঁকে দেখা যাবে না। কারণ কেপ টাউনে বল-বিকৃতির ঘটনা ঘটার পর অস্ট্রেলীয় বোর্ড এখন জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে। বরং প্রশ্ন উঠছে, ২০১৭-র ঘটনা বোর্ডে জানাজানি হলেও এতদিন কেন পেইনকে অধিনায়ক রেখে দেওয়া হয়েছিল।

Latest article