সংবাদদাতা, মালদহ : বিজেপির বঞ্চনার শিকার সাধারণ মানুষ। ১০০ দিনের টাকা নেই, দিন দিন বাড়ছে পেট্রোপণ্যের দাম। ক্ষোভ বাড়ছে মানুষের। সমস্যা মেটানোর প্রচেষ্টা না করে গালভরা প্রতিশ্রুতি দিয়ে মানুষ ঠকাচ্ছে বিজেপি। মানুষ ভোট বাক্সে ইতিমধ্যেই তাদের যোগ্য জবাব দিয়েছেন। এবার বিজেপিকে সম্পূর্ণ বয়কট করা উচিত। বিজেপর বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সি। বিজেপির এই মনোভাব পরিবর্তন না হলে বিজেপিকে বয়কট করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আরও পড়ুন-আসানসোলে আরও একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল
প্রয়োজনে জেলার বিজেপি নেতৃত্বের বাড়িতে ব্যারিকেড দিয়ে সাধারণ মানুষের জন্য আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। তিনি বলেন, ‘‘১০০ দিনের কাজ জেলার একাধিক মানুষ। তাঁরা ভিন্ন ভিন্ন দলের সমর্থক। তাঁরা কাজের বিনিময়ে প্রাপ্যটুকু পাবেন না? এ কোন নীতি?’’ ১০০ দিনের কাজে বিজেপির বঞ্চনার বিরুদ্ধে পথে নেমে কেন্দ্রীয় সরকারের দিকে এমনই প্রশ্ন ছুঁড়ে দিলেন তিনি। সমর্থন জানালেন অগুনতি সাধারণ মানুষ।