সৌমালি বন্দ্যোপাধ্যায় : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে শিশুদের চিকিৎসার উন্নতির জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন। তাঁরই উদ্যোগে কলকাতার এসএসকেএম হাসপাতাল-সহ জেলার বিভিন্ন হাসপাতালে শিশুদের চিকিৎসার জন্য বিভিন্ন সরঞ্জাম পৌঁছেছে। রাজ্য জুড়েই শিশু চিকিৎসা পরিষেবার মান অনেক উন্নত হয়েছে। এবার তারই অঙ্গ হিসেবে বালির চিকিৎসক-বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়ের উদ্যোগে বালি পুর এলাকায় শিশুদের আধুনিক চিকিৎসার উপযোগী একটি হাসপাতাল তৈরি হবে।
আরও পড়ুন-বন্ধ দুই স্কুল আদালত অবমাননার দায়ে?
সেক্ষেত্রে পুরসভার অধীনে থাকা কেদারনাথ হাসপাতালটিকে উন্নতমানের শিশু চিকিৎসার ব্যবস্থা গড়ে তোলার জন্য বেছে নেওয়া হচ্ছে। ফলে রাজ্যের মধ্যে প্রথম বালিতেই পুরসভার অধীনে থাকা কোনও হাসপাতালে আধুনিকমানের শিশু চিকিৎসার ব্যবস্থা গড়ে উঠবে। বালি, বেলুড়, লিলুয়া, ডোমজুড় এমনকী হুগলির উত্তরপাড়া, রিষড়া, শ্রীরামপুর প্রভৃতি এলাকার মানুষকে যাতে শিশুদের চিকিৎসার জন্য আর কলকাতায় যেতে না হয় সেই লক্ষ্যেই কেদারনাথ হাসপাতালে উন্নতমানের ওই ‘চাইল্ড কেয়ার ইউনিট’ গড়ে তোলা হবে। এখানে শিশুদের চিকিৎসার জন্য সমস্ত আধুনিক ব্যবস্থাই থাকবে। সেইসঙ্গে শিশুদের জরুরি অবস্থায় চিকিৎসার ব্যবস্থাও থাকবে।
আরও পড়ুন-ময়নাগুড়ির পুর বাজেটে জোর স্বাস্থ্যে
নিওন্যাটাল কেয়ার ইউনিটের সমস্ত পরিষেবাই পাওয়া যাবে এখানে। এর জন্য প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা সরঞ্জামও রাখা থাকবে। এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলেছেন স্থানীয় বিধায়ক। কীভাবে কেদারনাথ হাসপাতালে শিশু চিকিৎসার আধুনিক ব্যবস্থা গড়ে তোলা হবে তার একটা রূপরেখাও তৈরি করছেন বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়।