ময়নাগুড়ির পুর বাজেটে জোর স্বাস্থ্যে

ইতিমধ্যেই জায়গা দেখা হয়ে গিয়েছে। পুরসভার পক্ষ থেকে আবেদনও করা হয়েছে অনেক আগেই। এখন শুধু সংশ্লিষ্ট দফতরের অনুমোদনের অপেক্ষা।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : চলতি মাসেই ময়নাগুড়ি পুরসভার প্রথম বাজেট পেশ হতে চলেছে। এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহেই বাজেট পেশ হবে বলে জানিয়েছেন পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায়। বাজেটে তাঁদের প্রথম লক্ষ্য স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন। এই বিষয়টি মাথায় রেখেই একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরিতে গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুন-‘তৃণমূল কংগ্রেসকে ছলাকলার মাধ্যমে আটকে রাখা সম্ভব নয়’ বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়

ইতিমধ্যেই জায়গা দেখা হয়ে গিয়েছে। পুরসভার পক্ষ থেকে আবেদনও করা হয়েছে অনেক আগেই। এখন শুধু সংশ্লিষ্ট দফতরের অনুমোদনের অপেক্ষা। পুর এলাকায় এই স্বাস্থ্যকেন্দ্রটি তৈরি হলে প্রচুর মানুষ উপকৃত হবেন, হাতের নাগালেই পাবেন উন্নত পরিষেবা। বাজেটে পুরসভার নিজস্ব বিল্ডিংয়ের প্রস্তাবও থাকছে, যা অত্যন্ত জরুরি। নিজস্ব বিল্ডিংয়ের জন্য জমি চিহ্নিত আগেই করা হয়েছে এখন ভূমি দফতরের থেকে অনুমোদন ও বৈধ কাগজপত্র পেলেই জমির প্রক্রিয়া শেষ হবে।

আরও পড়ুন-দুর্নীতির বিরুদ্ধে দলের কড়া ব্যবস্থা

আর এই প্রক্রিয়া শেষ হলেই নিজস্ব পুর ভবন তৈরিতে আর কোনও সমস্যা থাকবে না। এছাড়াও নববর্ষের আগেই ময়নাগুড়িকে জঞ্জালমুক্ত করার কাজ করা হবে। ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় জঞ্জাল সাফাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। বাসিন্দাদের জন্য ট্রেড লাইসেন্সের পোর্টাল চালু করে পুরবাসীকে উপহারও দিতে চাইছে পুরসভা।

Latest article