দুলাল সিংহ, বালুরঘাট : ক্লিন বালুরঘাট-গ্রিন বালুরঘাট বার্তা নিয়ে বালুরঘাট পুর এলাকায় স্পেশাল ড্রাইভ শুরু করতে চলেছে বালুরঘাট পুরসভা। ২৯ মার্চ থেকেই শুরু হতে চলেছে এই স্পেশাল ড্রাইভ। পুরসভার বিভিন্ন ওয়ার্ড পরিচ্ছন্ন করে তোলাই এই স্পেশাল ড্রাইভের উদ্দেশ্য। বালুরঘাট (Balurghat) পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, পর্যায়ক্রমে একইভাবে অন্যান্য ওয়ার্ডগুলিতেও স্পেশ্যাল ড্রাইভের মাধ্যমে পরিচ্ছন্ন করে তোলা হবে। পাশাপাশি তিনি জানান, স্পেশ্যাল ড্রাইভ চালানোর পাশাপাশি শহরের আবর্জনা পরিষ্কারের জন্য যে সিস্টেমে কাজ চলছিল সেটাও চলবে।’’ উল্লেখ্য, শহরের ১৮ নং ওয়ার্ড, ১৯ নং ওয়ার্ড এবং ২০ নং ওয়ার্ডে এই স্পেশ্যাল ড্রাইভের কাজ শুরু করতে চলেছে। পরে ৩টি করে ওয়ার্ড একত্রিত করে পর্যায়ক্রমে চলবে স্পেশ্যাল ড্রাইভ বলে সূত্রের খবর। পাশাপাশি এলাকার বাসিন্দাদেরও পরিচ্ছন্ন রাখার আবেদন জানানো হয়েছে বালুরঘাট (Balurghat) পুরসভার তরফে। এই মর্মে শহরের বিভিন্ন এলাকায় লাগানো হবে প্ল্যাকার্ড-ও। পরিচ্ছন্ন বালুরঘাট গডে় তুলতে শহরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।