স্কুল-পোশাক তৈরির জন্য স্বনির্ভর গোষ্ঠীকে প্রশিক্ষণ

Must read

রাখি গড়াই, বিষ্ণুপুর : সরকারি স্কুলের ছেলেমেয়েদের পোশাক দেওয়া হবে। সে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন। আর সেই পোশাক তৈরি করবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, সেটাও মুখ্যমন্ত্রী চান। তাই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পোশাক তৈরির প্রশিক্ষণ শিবির চালু হল। উদ্বোধন করলেন বিষ্ণুপুরের (Bishnupur) পুর প্রশাসক গৌতম গোস্বামী ও উপপুর প্রশাসক মহাবীর আগরওয়াল। বিষ্ণুপুর পুরসভার উদ্যোগে দেবম কম্পিউটেকের ব্যবস্থাপনায় ও পশ্চিমবঙ্গ রাজ্য নিগম জীবিকা মিশনের সহযোগিতায় বিদ্যালয়ের পোশাক সরবরাহ করার উদ্দেশ্যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হল। শিবিরে ১২০ জন মহিলা অংশগ্রহণ করলেন।

আরও পড়ুন – বেশি কাজ চান মুখ্যমন্ত্রী

এর পাশাপাশি বিষ্ণুপুরের (Bishnupur) পুর প্রশাসক নব পুরসভা গঠনের সঙ্গে সঙ্গেই পুর পরিষেবায় আরও গতি আনতে একটি নতুন উদ্যোগ নিয়েছেন। যাঁরা নতুন কাউন্সিলর, তাঁদের বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাজের দিনে পুরসভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। তার কারণ, যে কোনও ওয়ার্ডের মানুষের অসুবিধা হলে তাঁরা যেন পুরসভায় সেই ওয়ার্ডের কাউন্সিলরের কাছে এসে পরিষেবা পান, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

Latest article