বেশি কাজ চান মুখ্যমন্ত্রী

Must read

রিতিশা সরকার, শিলিগুড়ি : ‘‘কথা কম কাজ বেশি। মন দিয়ে কাজ করুন। মানুষের জন্য কাজ করুন।’’ তিনদিনের উত্তরবঙ্গ সফরে গিয়ে শিলিগুড়ির গোঁসাইপুরে জনপ্রতিনিধিদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ‘‘আমার কোনও ছুটি নেই। উত্তরবঙ্গে থাকি কিংবা দক্ষিণবঙ্গে থাকি, আমাকে রোজ কাজ করতে হয়। কারণ আমাকে মানুষ দায়িত্ব দিয়েছেন। মানুষের জন্য আমি এখানে।’’ শিলিগুড়ির মেয়র গৌতম দেব-সহ সকলের নাম করেই দায়িত্বের কথা আরও একবার মনে করিয়ে দেন তিনি। এরপরই শিলিগুড়ির সদ্যসমাপ্ত পুরভোটের প্রশংসা করেন। বলেন, ‘‘শান্তিপূর্ণ ভোট হয়েছে এখানে।’’ পঞ্চায়েত ভোট একইরকমভাবে শান্তিতে মেটানোর নির্দেশ দেন তিনি। এই প্রসঙ্গে বলতে গিয়েই তাঁর বার্তা, ‘‘পরের বছর পঞ্চায়েত ভোট। পঞ্চায়েতের প্রতিনিধিদের বলব, তার আগে কাজ শেষ করুন।’’ এছাড়াও মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আলাদা করে জেলা সভানেত্রীর নাম করে বলেন, ‘‘আমি পাপিয়াকে বলব মহকুমা পরিষদের কাজ এখন থেকেই শুরু করে দাও। এদিন শিলিগুড়িতে দাঁড়িয়ে পাহাড়ের পঞ্চায়েত ভোটের ডঙ্কাও বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘পাহাড়েও পঞ্চায়েত ভোট করতে চায় রাজ্য।” পাহাড়ের পঞ্চায়েত দ্বিস্তর। কিন্তু বাংলায় ত্রিস্তর পঞ্চায়েতের ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রকে আইন বদলে পাহাড়েও ত্রিস্তর পঞ্চায়েত চালুর আবেদন জানিয়েছে রাজ্য।

Latest article