জঙ্গিপুর পুরসভায় সংবর্ধনা অনুষ্ঠানে জাকির হোসেন, ‘হাসপাতাল হবে, কথা রাখব’

Must read

কমল মজুমদার, জঙ্গিপুর : বিধানসভা ভোটের আগে প্রচারে জঙ্গিপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে একটি হাসপাতাল গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেন। ভোটে জিতে বিধায়ক হওয়ার পর সেই প্রতিশ্রুতি যে ভোলেননি জাকির, হাসপাতাল তৈরির প্রসঙ্গ টেনে আনলেন নিজেই। জঙ্গিপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে অনুষ্ঠিত হল সংবর্ধনাসভা। এই সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বিধায়ক জাকির হোসেন ও জঙ্গিপুরে নবনির্বাচিত পুরপ্রধান মফিজুল ইসলাম ও কাউন্সিলররা। জঙ্গিপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সহসভাপতি তথা প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়। এই সভায় জাকির হোসেন নিজের ভাষণে বলেন, ‘‘জঙ্গিপুর পুরসভায় স্বচ্ছ পরিষেবা দেওয়া হবে। রাজ্য সরকারের প্রতিটি প্রকল্প বাস্তবায়িত হবে। ১৩ নম্বর ওয়ার্ডে হাসপাতাল গড়ে তুলব। ভোটের আগে কথা দিয়েছিলাম আপনাদের, সে কথা রাখব।’’ জাকিরের কথা শুনে জঙ্গিপুরের মানুষ উচ্ছ্বসিত। শুরু হয়েছে ব্যাপক চর্চা। অনেকেই তো আগে অনেক প্রতিশ্রুতি দেন, কিন্তু পরে মনে রাখেন না। জাকির মনে রেখেছেন বলে, তাঁকে আগাম ধন্যবাদ জানাচ্ছেন সবাই।

Latest article