উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দিনে পাহাড়ে ভ্রমণে বেরোন মুখ্যমন্ত্রী। দার্জিলিং এ হাঁটতে বেরিয়ে পথচলতি বৃদ্ধা বিষ্নু তামাং কে কোমরে বেল্ট পরার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  সঙ্গে থাকা তাঁর সঙ্গে থাকা কর্মীদের নির্দেশ দিন ঐ বৃদ্ধার বাড়িতে বেল্ট পৌঁছে দিতে। পাহাড়ের রাজনৈতিক দলগুলি আজ বেলা ৩ টেয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসবে। হামরো পার্টির অজয় এডওয়ার্ডস বুধবার দেখা করবেন মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে।

আরও পড়ুন – বেশি কাজ চান মুখ্যমন্ত্রী২০ বছরের জটিলতা কাটিয়ে পাহাড় আজ মাথা তুলে দাঁড়িয়েছে, দার্জিলিং এ হাঁটতে হাঁটতে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়বাসী তো বটেই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে আসা পর্যটকরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আপ্লুত।দার্জিলিংয়ের রাস্তায় হাঁটতে হাঁটতে মুখ্যমন্ত্রী খোঁজ নেন পাহাড়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে। ভানুভবন এর একটা অংশে মিউজিয়াম করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।দার্জিলিং ম্যালে বিশ্ব বাংলা শোরুম ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। কর্মীদের সঙ্গে কথা বলে বিক্রি কেমন হচ্ছে জিজ্ঞেস করেন তিনি, কর্মীদের বেতন ঠিকঠাক হচ্ছে কি না তাও খোঁজ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর পাহাড়ের ছোট্ট অগ্নিকে কোলে নিয়ে আশীর্বাদ করলেন মুখ্যমন্ত্রী। 

Latest article