প্রতিবেদন : ২২ মে থেকে পূর্বস্থলী ২ ব্লকের জামালপুরে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী বুড়োরাজ মেলা। এই মেলায় অস্ত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ করল পুলিশ প্রশাসন। নিরাপত্তার কারণে মেলা চত্বর মুড়ে ফেলা হবে সিসিটিভি ক্যামেরা দিয়ে।
আরও পড়ুন-আজ পাঁশকুড়ায় মুখ্যমন্ত্রীর সভা, তৃণমূলের সর্বস্তরে উন্মাদনা তুঙ্গে
শনিবার বুড়োরাজের পুজো নিয়ে প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রকাশ করা হয় মেলার রুটম্যাপও। বৈঠকে ছিলেন কালনার এসডিপিও রাকেশ চৌধুরী, আইসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পূর্বস্থলী ২-এর বিডিও পৌষালী চক্রবর্তী-সহ বিভিন্ন আধিকারিকেরা। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে বুড়োরাজের পুজো উপলক্ষে ফি বছর লক্ষাধিক ভক্ত সমাগম হয়। পূর্ব বর্ধমান ছাড়াও নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ থেকেও ভক্তরা আসেন বিভিন্ন ধরনের বাজনা নিয়ে। সেই সঙ্গে রামদা, ভোজালি, টাঙ্গি, এমনকী বোমা নিয়েও মেলায় আসার চল হয়ে দাঁড়িয়েছিল ভক্তদের একাংশের মধ্যে। বছর বছর এই প্রথা চলছে। তবে এবার ভোটের আগে মেলায় অস্ত্র নিয়ে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করল প্রশাসন।