আজ পাঁশকুড়ায় মুখ্যমন্ত্রীর সভা, তৃণমূলের সর্বস্তরে উন্মাদনা তুঙ্গে

সোমবার পাঁশকুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা সভা নিয়ে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে জেলা তৃণমূল নেতা থেকে কর্মী-সমর্থকদের মধ্যে

Must read

সংবাদদাতা, পাঁশকুড়া : আজ, সোমবার পাঁশকুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা সভা নিয়ে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে জেলা তৃণমূল নেতা থেকে কর্মী-সমর্থকদের মধ্যে। ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে অভিনেতা দেবের সমর্থনে পাঁশকুড়ার রঘুনাথবাড়ি পঞ্চায়েতের আটবেড়িয়া মাঠে সভা করবেন তৃণমূল সুপ্রিমো। এই সভার জন্য মুখিয়ে আছেন জেলার মানুষও। প্রসঙ্গত, ২০১৪ ও ২০১৯ সালে ঘাটাল আসন থেকে দু’বারই জয়ী হন দেব।

আরও পড়ুন-মোদির গ্যারান্টি ফোর টোয়েন্টি তথ্য দিয়ে বোঝালেন অমিত

এবার জিতলে তিনি জয়ের হ্যাটট্রিক করবেন। জেলার রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। ২০১৯-এ ঘাটাল থেকে জয়ী হলেও পাঁশকুড়া পশ্চিম বিধানসভায় ২৮০০ মতো ভোটে পিছিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী। তাই এবার এখানে জনসংযোগ ও নির্বাচনী প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী। পাঁশকুড়া পুরসভা এবং গ্রামীণ এলাকার সংযোগস্থল আটবেড়িয়ায় জনসভা করবেন তিনি। জনসভার জন্য প্রস্তুতি চূড়ান্ত। বেলা একটায় হবে সভা। গোটা বিধানসভা এলাকা থেকে ব্যাপক জমায়েতের টার্গেট নিয়েছে তৃণমূল। দাবদাহের জন্য মানুষের সুবিধার্থে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে দল। পাঁশকুড়া পশ্চিম বিধানসভা নির্বাচনী কমিটির কনভেনর নন্দকুমার মিশ্র বলেন, ‘‘এই বিধানসভা থেকে আমরা এবার দেবকে লিড দেওয়ার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী। মুখ্যমন্ত্রী কী নির্দেশ দেন, তার অপেক্ষায় আছেন সর্বস্তরের তৃণমূল নেতা-কর্মীরা।’’ প্রায় একই সময়ে হলদিয়ায় মোদির জনসভাকে কোনওরকম গুরুত্বই দিচ্ছেন না তাঁরা। তাঁদের কথায়, বিজেপিকে এবার মানুষ মন থেকে মুছে দেবে।

Latest article