আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (panchayat election)। শিয়রে ভোট যুদ্ধ। সকলের সুবিধার্থে তার আগে রাজ্য নির্বাচন কমিশন এই নির্বাচনে গাড়ির ব্যবহার নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করল। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ স্তরে নির্বাচনী প্রচার করার জন্য এবং ভোটের দিন ও ফল ঘোষণার দিন গাড়ি ব্যবহার নিয়েও নির্দেশিকা জারি হয়েছে। প্রার্থীরা আগাম অনুমতি নিতে হবে। কে, কটা গাড়ি ব্যবহার করতে পারবেন তা নিয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে জেলাগুলিতে। কোনও ঝামেলা বা অপ্রীতিকর ঘটনা প্রচারে, ভোটে এবং ফলাফলের দিন মানতে নারাজ কমিশন।
আরও পড়ুন-প্রয়াত লরেটো সিস্টার্সের সিস্টার সিরিল, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
কমিশন সূত্রে খবর জেলা পরিষদের প্রার্থীদের এবং নির্বাচনী এজেন্টদের প্রচারের জন্য একটি চার চাকার গাড়ি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সেই গাড়িটির নম্বর আগে থেকেই সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে জানাতে হবে। পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত প্রার্থীদের প্রচারের জন্য দুই স্তরের প্রার্থীরা এবং তার নির্বাচনী এজেন্টরা দু’চাকা বা তিন চাকার গাড়ি ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন-মুক্তিযুদ্ধের কণ্ঠসৈনিক
যেকোন রাজনৈতিক দল পঞ্চায়েত নির্বাচনের প্রচারে, প্রত্যেকটি সাব ডিভিশনে একটি করে গাড়ি ব্যবহার করতে পারবে। পুরো জেলার জন্য এর থেকে বেশি আর একটি গাড়ি ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে মহকুমা শাসকের থেকে অনুমতি নিতে হবে। অনুমতি নিয়ে রোড–শো করতে চারটে গাড়ি ব্যবহার করা যাবে। দুই, তিন এবং চার চাকা মিলিয়ে চারটি গাড়ি ব্যবহার করা যাবে।
আরও পড়ুন-নতুন মুখ অনেক, তাই ভোটকৌশল শেখাতে বৈঠক
পঞ্চায়েত নির্বাচনের প্রচারে মোটরবাইক মিছিল চলবে না জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। এই স্থানীয় নির্বাচনের দিন জেলা পরিষদের প্রার্থীরা একটি চার চাকার গাড়ি, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত প্রার্থীরা একটি দু’চাকা বা তিন চাকার গাড়ি ব্যবহার করতে পারবেন। নির্বাচনের দিন রাজনৈতিক দলগুলি দুটি করে দু’চাকা, তিন চাকা বা চার চাকা গাড়ি ব্যবহার করতে পারবে। নির্বাচনের দিন গাড়িতে দলীয় স্লোগান, প্রতীক, প্রার্থীর পক্ষে প্রচারের ছবি ব্যবহার করা যাবে না।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…