নতুন মুখ অনেক, তাই ভোটকৌশল শেখাতে বৈঠক

প্রচারে সরকারি প্রকল্পের কথা বাসিন্দাদের কাছে তুলে ধরার পরামর্শ দেন নেতারা। দ্বন্দ্ব ভুলে একযোগে সবাইকে কাজ করার নির্দেশও দেওয়া হয়।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : ত্রিস্তর গ্রামপঞ্চায়েত ভোটে প্রার্থীদের নিয়ে হল তৃণমূলের বৈঠক। ছিলেন উখরা ও খান্দরা এলাকার পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থীরা। শনিবার বৈঠকটি হয় অণ্ডালের বিশ্বেশ্বরী এলাকার একটি বেসরকারি হলে। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হতেই ভোট প্রচারে নেমে পড়েছেন শাসক, বিরোধী উভয় দলের প্রার্থীরাই। দেওয়াল লিখন, কর্মী ও পাড়াবৈঠক— এসবের মধ্যেই মূলত সীমাবদ্ধ রয়েছে প্রাথমিক প্রচারপর্ব।

আরও পড়ুন-আজ নামছে ডায়মন্ড হারবার, লিগের উদ্বোধনী ম্যাচে কিবুর দলের সামনে সাদার্ন

প্রচারের সব ক্ষেত্রেই বিরোধীদের থেকে কয়েক কদম এগিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস। উখরা ও খান্দরা গ্রামপঞ্চায়েতে এবার তৃণমূল প্রার্থী-তালিকায় বেশি জায়গা পেয়েছেন নতুন মুখেরা। তাঁদের আচার-আচরণ, প্রচারের কৌশল নিয়ে অবহিত করতেই শনিবার বিশ্বেশ্বরী এলাকার একটি প্রেক্ষাগৃহে বৈঠক করা হল। বৈঠকে ছিলেন দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, কালোবরণ মণ্ডল, কৌশিক মণ্ডল, উখড়া ও খান্দরা এলাকার দলের অঞ্চল সভাপতি শরণ সাইগল, সমীর ভট্টাচার্য প্রমুখ। প্রচারে সরকারি প্রকল্পের কথা বাসিন্দাদের কাছে তুলে ধরার পরামর্শ দেন নেতারা। দ্বন্দ্ব ভুলে একযোগে সবাইকে কাজ করার নির্দেশও দেওয়া হয়।

Latest article