প্রতিবেদন : বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় (Banaras Hindu University) ক্যাম্পাসেও এক ছাত্রীর শ্লীলতাহানিকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় (Banaras Hindu University) চত্বর। বিজেপির ডবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলিতে যেভাবে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে তা অকল্পনীয়। অথচ এই নির্লজ্জ বিজেপিই বাংলার আইনশৃঙ্খলা নিয়ে বড় বড় কথা বলে। তৃণমূল কংগ্রেস এই ঘটনার তীব্র নিন্দা করেছে। এদিনই আবার দিল্লি আইআইটিতেও ছাত্রমৃত্যুর ঘটনা। এবার ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। এই নিয়ে চলতি বছরে দিল্লি আইআইটিতে এটি তৃতীয় ছাত্রমৃত্যুর ঘটনা। পবন জৈন নামে চতুর্থ বর্ষের ওই ছাত্র পূর্ব দিল্লির বিবেক বিহারের বাসিন্দা। বাড়িতে ওয়েট লিফটিং-এর রডে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অবসাদের জেরেই আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান। তদন্ত শুরু হয়েছে। পুলিশের দাবি, বাড়িতে বাবা-মায়ের অনুপস্থিতিতে শরীরচর্চার রডে ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন পবন জৈন। তাঁর পরিবারের সূত্রে খবর, মানসিক অবসাদে ভুগছিলেন পবন। তাঁর চিকিৎসাও চলছিল। অন্যদিকে আইআইটির হস্টেল সূত্রে জানা গিয়েছে, সাধারণত পবন তাঁর লেখাপড়া নিয়ে চাপে ছিলেন না। তবে গত কয়েক মাস ধরে তাঁকে খুব বিমর্ষ দেখাত। পুলিশ সূত্রে খবর, ১০ সেপ্টেম্বর তাঁর বন্ধু এবং হস্টেল রুমমেট অনিল কুমার আত্মহত্যা করেন। দু’জনেই আইআইটির বিন্ধ্যাচল হস্টেলে থাকতেন। এরপর থেকেই আরও অবসাদে চলে যান পবন।