ব্রিটিশ অ্যাকাডেমি পুরস্কার জিতলেন বাঙালি লেখিকা

Must read

প্রতিবেদন : বিদেশের মাটিতে আবার বাঙালির সাফল্য। ‘কোর্টিং ইন্ডিয়া: ইংল্যান্ড, মুঘল ইন্ডিয়া অ্যান্ড দ্য অরিজিনস অফ এম্পায়ার’ বইটির জন্য ব্রিটিশ অ্যাকাডেমি বুক প্রাইজ (British Academy Book Prize) জিতে নিলেন ভারতীয় বংশোদ্ভূত লেখিকা নন্দিনী দাস। পুরস্কার (British Academy Book Prize) হিসাবে ২৫ হাজার পাউন্ড পাবেন নন্দিনী।
এই মুহূর্তে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষার অধ্যাপনা করেন নন্দিনী দাস। একসময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছেন। পরে অক্সফোর্ড ও কেমব্রিজের ট্রিনিটি কলেজে পড়াশুনো। ইংরেজি সাহিত্যে অধ্যাপনার পাশাপাশি লেখালিখি।
ব্রিটিশ অ্যাকাডেমির চেয়ারম্যান চার্লস ট্রিপ জানিয়েছেন, নন্দিনী তাঁর লেখা বইটিতে ভারত ও ব্রিটেনের রাজনৈতিক ব্যক্তিত্ব, আধিকারিক ও বণিকদের প্রসঙ্গ চমৎকার তুলে ধরেছেন। অষ্টাদশ শতকে ভারতে প্রথম ব্রিটিশ দূত হিসেবে টমাসো রো-এর আগমন এবং ভারত ও ব্রিটেনের মধ্যে তৈরি হওয়া সম্পর্কের বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। রয়েছে মুঘল সম্রাট জাহাঙ্গীর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রসঙ্গ। ব্রিটিশ অ্যাকাডেমির ১১ তম বর্ষে এবার সম্মানিত করা হল ভারতীয় বংশোদ্ভূত এই লেখিকাকে।

আরও পড়ুন- ১৫ লাখ টাকা ঘুষ নিতে গিয়ে এবার হাতেনাতে গ্রেফতার ইডি অফিসার

Latest article