কিশোর স্কুলপড়ুয়াদের সমস্যা সমাধানে ‘বন্ধুমহল’

কৈশোরকালে নানা ধরনের শারীরবৃত্তীয় সমস্যা তৈরি হয়। দেহের সেই সমস্যা ধাক্কা দেয় মনে। মা-বাবা কিংবা পরিবারের কাউকে সেকথা বলতে সঙ্কোচ হয়।

Must read

সংবাদদাতা, কাটোয়া : কৈশোরকালে নানা ধরনের শারীরবৃত্তীয় সমস্যা তৈরি হয়। দেহের সেই সমস্যা ধাক্কা দেয় মনে। মা-বাবা কিংবা পরিবারের কাউকে সেকথা বলতে সঙ্কোচ হয়। ফলে ব্যাঘাত ঘটে লেখাপড়ায়। এই সমস্যা সমাধানে পূর্ব বর্ধমান জেলার স্কুলে স্কুলে তৈরি হচ্ছে ‘বন্ধুমহল’। নাবালিকা বিবাহ রোধ-সহ ছাত্রীদের শারীরিক ও মানসিক সমস্যা সমাধানে স্কুলে স্কুলে গড়ে উঠেছে ‘কন্যাশ্রী’ ক্লাব। সেই সাফল্যে উৎসাহিত জেলা প্রশাসন তৈরি করছে ‘বন্ধুমহল’।

আরও পড়ুন-মহার্ঘভাতা বকেয়া নেই

এর সদস্য-পড়ুয়ারা এক শিক্ষকের নেতৃত্বে পড়ুয়াদের স্বাস্থ্য সচেতনতা প্রচার, পরিবেশ, নিয়মানুবর্তিতা, কৈশোরে পা-রাখা ছাত্রদের শারীরিক ও মানসিক সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা নেবে বলে জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ। ছাত্রদের বয়ঃসন্ধিকালীন সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেবে ‘বন্ধুমহল’। কামাই করা পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া, বিয়ের বন্দোবস্ত হচ্ছে কিনা জানা বা কাজের জন্য অন্যত্র চলে গিয়েছে কিনা দেখা, মোবাইল বা অন্য নেশায় আসক্ত কিনা সরেজমিনে দেখার দায়িত্বও সামলাবে বন্ধুমহল। এই সিদ্ধান্ত খুবই উপযোগী, জানালেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক দেবাশিস নাগ। বলেন, ‘যে সমস্যা বাড়ির কারও সঙ্গে শেয়ার করা যায় না, বন্ধুমহল সেই সমস্যা বন্ধু হয়ে মেটাবে।’

Latest article