প্রতিবেদন : সংগঠন গড়া তো অনেক দূর, উল্টে প্রতিদিনই দল ভাঙছে। সংগঠন তলানিতে। বারবার বলেও এ কাজে বঙ্গ বিজেপি নেতাদের কোনও উদ্যোগ চোখে পড়েনি। বিরক্ত হয়ে এবার বঙ্গ বিজেপিকে টাকাপয়সা দেওয়াই বন্ধ করে দিল কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশে এই কাজ করা হয়েছে, বলেই খবর। বঙ্গ বিজেপির একটি সূত্রের দাবি, গত তিন বছরে কেন্দ্রীয় নেতৃত্ব যে টাকাপয়সা এ রাজ্যের নেতাদের দিয়েছিলেন তার কোনও হিসাবই দিতে পারেনি বঙ্গ বিজেপি।
আরও পড়ুন-মন্ত্রীর সই জাল, ধৃত মহিলা
আর তার জেরেই এবার মাসিক অনুদান বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন জে পি নাড্ডা। শুধু তাই নয়, জানা গিয়েছে সম্প্রতি নাড্ডার রাজ্য সফরে যা খরচ হয়েছিল তা মেটাতেও হিমশিম খাচ্ছেন বঙ্গ বিজেপি নেতারা। রাজারহাটের অভিজাত হোটেলের বিল এখনও বাকি। ন্যাশনাল লাইব্রেরির সভায় খাবার সরবরাহ করেও টাকা পাননি ওই ক্যাটারার। প্রতিদিনই প্রায় নিয়ম করে পাওনাদাররা রাজ্য অফিসে এসে টাকার তাগাদা দিচ্ছেন। পাশাপাশি রাজ্য পার্টির একাধিক শাখার কয়েক লক্ষ টাকার বিল বকেয়া। আর্থিক সমস্যায় জেরবার হয়ে আপাতত কোনও বিলই ছাড়া হচ্ছে না। নেতাদের গাড়ির বিল, চালকদের বেতনও মেটাতে পারছে না বঙ্গ বিজেপি। বর্তমানে যা পরিস্থিতি তাতে রাজ্যের গোটা বিজেপি শিবিরই কার্যত বিল আতঙ্কে ভুগছে। তবে এই সমস্যা কবে মিটবে তা এখনই বলা কঠিন।