মন্ত্রীর সই জাল, ধৃত মহিলা

নিজেকে বিধায়কের আপ্তসহায়ক পরিচয় দিয়ে মন্ত্রীদের লেটারহেড জাল করে রীতিমতো লোক ঠকিয়ে বেড়াচ্ছিলেন ওই মধ্যবয়সি মহিলা।

Must read

প্রতিবেদন : পুলিশ পাকড়াও করল মহানগরীর এক মহিলা প্রতারককে। নিজেকে বিধায়কের আপ্তসহায়ক পরিচয় দিয়ে মন্ত্রীদের লেটারহেড জাল করে রীতিমতো লোক ঠকিয়ে বেড়াচ্ছিলেন ওই মধ্যবয়সি মহিলা। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আদায় করছিলেন মোটা অঙ্কের টাকা। নাম মৌ গুহ। সবমিলিয়ে ৮ জনকে প্রতারণা করে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রবিবার মৌকে গ্রেফতার করে টালিগঞ্জ থানার পুলিশ। প্রতারকদের বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

আরও পড়ুন-স্পেনের কাছে হার ভারতের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজেকে বিধায়ক দেবাশিস কুমারের আপ্তসহায়ক পরিচয় দিয়ে প্রতারণা করতেন ওই মহিলা। লোক ঠকাতে ব্যবহার করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং চন্দ্রিমা ভট্টাচার্যের নকল লেটারহেড। জাল করেছেন সইও। শেষ পর্যন্ত দীপালি মিত্র নামে এক বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে বেরিয়ে পড়ে মৌ-এর আসল পরিচয়, ফাঁস হয়ে যায় একের পর এক কুকীর্তি। দীপালি মিত্রর কাছে হাত দেখাতে গিয়ে ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নাম করে তাঁকে ফাঁদে ফেলেন প্রতারক। সাংসদ কোটায় ফ্ল্যাট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিমের লেটারহেড জাল করে একটি চিঠি দেখান বৃদ্ধাকে। তাঁর কাছ থেকে নগদ ৯১ হাজার টাকাও হাতিয়ে নেন। দেবাশিস কুমারের নাম করে একটি সোনার হারও নেন।

Latest article