ফের শিয়ালদহ শাখায় ট্রেন চলাচলে সমস্যা। দুর্ভোগ যাত্রীদের। শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ বারাসতে সিগন্যাল খারাপের জন্য বনগাঁ-শিয়ালদহ লাইনে আপ এবং ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বনগাঁ থেকে শিয়ালদহ (Bangaon-Sealdah) যাওয়ার দ্বিতীয় ট্রেনটি বামনগাছি স্টেশনে দাঁড়িয়ে যায়। বাতিল হয় একাধিক ট্রেন। এর মধ্যে দীর্ঘ সময় ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে বামনগাছি স্টেশনে (Bangaon-Sealdah) দাঁড়িয়ে থাকা ট্রেনের চালককে মারতে এগিয়ে যায় বলে অভিযোগ। যদিও জানা গিয়েছে, পাল্টা ওই যুবককেই মারধর করেন ট্রেনের অন্যান্য যাত্রীরা। রেল বিভ্রাটকে ঘিরে বিশৃঙ্খলা তৈরি হতেই ট্রেনের চালক স্থানীয় স্টেশনের আরপিএফের সহযোগিতার জন্য আবেদন করেন। যদিও স্টেশনে আরপিএফ না থাকার কারণে পরিস্থিতি আরও খারাপের দিকে এগোয়। পরে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ৭টা নাগাদ আবার ট্রেন চলাচল শুরু হয়। তবে সমস্ত ট্রেনই এক ঘণ্টা দেরিতে চলছে।