২০জুন ১৯৪৭ পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠাই হয়নি। বাংলা ক্যালেন্ডারের প্রথমদিন, যেদিন মানুষ শুভদিন হিসেবে পালন করে, সেদিনই ‘পশ্চিমবঙ্গ দিবস’ (Bangla Divas) হিসেবে পালন করা হবে। বৃহস্পতিবার বিধানসভায় এই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে “বাংলার মাটি, বাংলার জল” রাজ্য সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব সমর্থন করেন মুখ্যমন্ত্রী। এরপরেই এই প্রস্তাব পাশ হয়ে বিধানসভায়। এদিন অধিবেশনে বিজেপি বিধায়করা বলেন, তাঁরা রাজ্যপালকে এই বিলে স্বাক্ষর করতে বাধা দেবেন। এর বিরোধিতায় মুখ্যমন্ত্রী বলেন, তাতেও কিছু যায় না। কারণ সরকার সেদিনই পালন করবে।
এই প্রথম পশ্চিমবঙ্গ দিবস পালনের বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র। এর বিরোধিতা করে রাজ্যপালের কাছে আবেদন করে রাজ্য সরকার। কিন্তু সেই বিষয়ে কর্ণপাত না করে বিজেপি কথা মেনে ২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস পালন হয় রাজভবনে। এদিন এই নিয়ে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, গত ৭৫ বছরে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবসের কথা শুনিনি। এবার কেন্দ্র নোটিফিকেশন জারি করলেই তার বিরোধিতা করি। রাজ্যপালের কাছেও আবেদন করি। কিন্তু তিনি কথা শোনেনি। এরপরেই হুঙ্কার দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভায় আনা প্রস্তাবে রাজ্যপাল স্বাক্ষর না করলেও ১ বৈশাখ দিনটিই ‘বাংলা দিবস’ (Bangla Divas) হিসাবে পালন করা হবে। “কে কে সমর্থন করবে জানি না, কিন্তু আমাদের নির্দেশ থাকবে ওই দিনই বাংলা দিবস হিসাবে পালন করার।“ তিনি বলেন, “বাংলা ক্যালেন্ডারের প্রথমদিন, যেদিন মানুষ শুভদিন হিসেবে পালন করে, সেদিনই ‘বাংলা দিবস’ হিসেবে পালন করা হবে।“
মুখ্যমন্ত্রীর আগে বক্তব্য রাখতে উঠে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, “এই প্রস্তাবে স্বাক্ষর করতে রাজ্যপালকে নিষেধ করব।” এর উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ”বিরোধীরা বলেছে রাজ্যপালকে সই করতে দেব না। আমাদের কিচ্ছু যায় আসে না। রাজ্যপাল সই না করলেও সরকার ওই দিনই পালন করবে। দেখি কার জোর বেশি।”
আরও পড়ুন-নিজের নয়, বিধায়ক-মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ৪০হাজার টাকা বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর
কেন রাজ্যের জন্য বাংলা দিবস হবে? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অন্য রাজ্যগুলির প্রতিষ্ঠা দিবস উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জানান, ২০জুন ১৯৪৭ পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠাই হয়নি। ওইদিন অবিভক্ত বাংলার বিধানসভায় একটা প্রস্তাব আসে। কিন্তু সেই প্রস্তাব ২ মাস কার্যকর হয়নি। এরপরেই বিজেপিরপ নাম না করে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “স্বাধীনতায় অংশ না নিয়েও অনেকে স্বাধীনতা নিয়ে কথা বলছেন।” নাম না করে বিরোধী দল বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী। বলেন, যাদের সঙ্গে বাংলার মাটির কোনও যোগাযোগ নেই তারা কী করে বাংলার কথা বলবে! স্বাধীনতা দিবসে যাদের কোনও অবদান ছিল না, যারা জাতির জনক মহাত্মা গান্ধীর ঘাতককে সমর্থন তাদের থেকে ইতিহাস শিখব!
পশ্চিমবঙ্গ দিবস পালনের ক্ষেত্রে হিংসা, দেশভাগের স্মৃতি মুছে দেওয়ার কোনও দিনকে বেছে নেওযা হয়। বিভিন্ন মহল থেকে নানা প্রস্তাব আসে। তার মধ্যে পয়লা বৈশাখ-কেই প্রায় ৯৯ শতাংশ সমর্থন আসে। একই সঙ্গে “বাংলার মাটি, বাংলার জল” রাজ্য সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবও পাশ হয়।
তাঁর ভাষণে এদিন রাজ্যের নাম বাংলা করার বিষয়েও বিরোধীদের তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পাকিস্তানেও পাঞ্জাব প্রদেশ আছে, আবার ভারতেও আছে পাঞ্জাব রাজ্য। সেক্ষেত্র কোনও অসুবিধা হয় না। অথচ বাংলাদেশ একটা দেশ আর বাংলা একটা রাজ্য- এই নিয়ে জলঘোলা করা হচ্ছে। অথচ WEST BENGAL নাম সবার পিছনে আসে বলেই রাজ্যের নাম বাংলা করার প্রস্তাব পাশ হয় বিধানসভায়। কিন্তু কেন্দ্রের কাছে তা এখনও পড়ে আছে।
এদিন অধিবেশেনের শেষে মুখ্যমন্ত্রী-সহ বিধায়করা “বাংলার মাটি, বাংলার জল” গানটি গান।