নিজের নয়, বিধায়ক-মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ৪০হাজার টাকা বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

Must read

বেতন বাড়লো রাজ্যের বিধায়ক, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের। বিধায়করা এতদিন ১০হাজার টাকা বেতন পেতেন। এবার থেকে ৪০হাজার টাকা বেড়ে তাদের মাসিক বেতন হল ৫০হাজার টাকা। বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) জানালেন, “দেশের মধ্যে আমাদের রাজ্যের বিধায়কদের বেতন সবচেয়ে কম। সেই কারণে সরকার বিধায়কদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।” একইসঙ্গে তিনি জানিয়ে দেন, নিজের বেতন বৃদ্ধি করবেন না।

বিধায়কদের বেতন মাসে ১০হাজার থেকে বেড়ে হল ৫০ হাজার টাকা। রাজ্যের প্রতিমন্ত্রীদের ১০ হাজার ৯০০ টাকা থেকে বেড়ে হল ৫০ হাজার ৯০০ টাকা। এছাড়া পূর্ণমন্ত্রীদের বেতন ছিল ১১ হাজার টাকা। তাঁরা এবার থেকে মাসে বেতন বাবদ এ বার থেকে ৫১ হাজার টাকা পাবেন।

সরকারের বেতন কাঠামো অনুযায়ী, ভাতা এবং কমিটির বৈঠকে যোগদানের জন্য সবমিলিয়ে বাংলার বিধায়করা এত দিন মোট ৮১ হাজার টাকা পেতেন। এ বার থেকে পাবেন ১ লক্ষ ২১ হাজার টাকা। রাজ্যের বিরোধী দলনেতা এবং প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রীরা এত দিন ভাতা ইত্যাদি মিলিয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা পেতেন। এ বার থেকে তাঁরা পাবেন প্রায় দেড় লক্ষ টাকা।

আরও পড়ুন-রাজ্যপাল সই না করলেও পয়লা বৈশাখেই ‘বাংলা দিবস’ হিসেবে পালন হবে: মুখ্যমন্ত্রী

Latest article