বাংলা-ঝাড়খণ্ড আন্তঃরাজ্য লঞ্চ পরিষেবা চালু 

Must read

মানস দাস, মালদহ : দীর্ঘদিন থেকে বন্ধ হয়েছিল মানিকচক ঘাটে গঙ্গায় লঞ্চ চলাচল পরিষবা। এর ফলে সমস্যার পড়েছিলেন এলাকার মানুষজন। পাশাপাশি ঝাড়খণ্ডের সঙ্গে জলপথে যোগাযোগ ব্যবস্থা তলানিতে ঠেকেছিল। মানুষের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে ফের জলপথে লঞ্চ পরিষেবা চালু করল রাজ্য জলপথ পরিবহণ নিগম (West Bengal Government)। দীর্ঘ টানাপোড়েনের প্রায় কয়েক বছর পর চালু হল বাংলা ঝাড়খণ্ড আন্তরাজ্যে লঞ্চ পারাপার। শনিবার সকালে যাত্রী নিয়ে ঝাড়খণ্ড থেকে লঞ্চ এসে পৌঁছয় মানিকচক ঘাটে। খুশি সাধারণ যাত্রীরা। উল্লেখ্য, লঞ্চ দুর্ঘটনার পর থেকে প্রায় দেড় বছর ধরে বন্ধ ছিল লঞ্চ পরিষেবা। ফলে রীতিমতো বিপাকে পড়তে হয়েছিল সাধারণ যাত্রীদের। শেষমেশ প্রাণের ঝুঁকি নিয়ে নৌকা করে পার হতে হত যাত্রীদের। মানিকচক ব্লকের অন্তর্গত এই ঘাট। এই ঘাট দিয়ে প্রতিদিন আনুমানিক হাজার হাজার মানুষ পারাপার করেন। তবে লঞ্চ বন্ধ থাকার করণে বাড়তি ভাড়া দিয়ে পারাপার করতেন যাত্রীরা। রাজ্য সরকারের উদ্যোগে (West Bengal Government) লঞ্চ পরিষেবা চালু হতেই খুশির হাওয়া যাত্রীমহলে। এবিষয়ে যাত্রী আশোক মণ্ডল বলেন, ‘‘লঞ্চ বন্ধ ছিল, অনেক কষ্টে যাতায়াত করেছি। এককথায় প্রাণের ঝুঁকি নিয়েই আসতাম রোজগারের জন্য। এবার লঞ্চ চালু হল। আর কোনও চিন্তা থাকল না।”

Latest article