১০কোটি মানুষকে পরিষেবা প্রদান করল ‘বাংলা সহায়তা কেন্দ্র’: টুইটবার্তায় গর্বিত মুখ্যমন্ত্রী

বাংলা সহায়তা কেন্দ্র সারা দেশের মধ্যে অন্যান্য। এর মাধ্যমে উপকৃত হচ্ছেন বাংলার মানুষ। এই নিয়ে গর্বিত মুখ্যমন্ত্রী।

Must read

বঞ্চনা সত্ত্বেও বাংলার বেশ কিছু প্রকল্পে নিরন্তর কেন্দ্রীয় পুরস্কার অর্জন করে নিচ্ছে রাজ্য সরকার। এবার, বাংলা সহায়তা কেন্দ্রের পরিষেবা ১০ কোটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। টুইট করে সেই কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন-১৪ বছর বয়সী ধারাভির মেয়ে এখন বিলাসবহুল বিউটি ব্র্যান্ডের মুখ, ঝুলিতে হলিউডের ছবি

এদিন মুখ্যমন্ত্রী লেখেন, “আমি অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করছি যে বাংলা সহায়তা কেন্দ্র (http://bsk.wb.gov.in) পশ্চিমবঙ্গের জনগণকে ১০কোটিরও বেশি পরিষেবা প্রদান করে একটি অসাধারণ মাইলফলক অর্জন করেছে। তৃণমূল স্তরে জনগণকে বিনামূল্যে সরকারি পরিষেবা প্রদানের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। পশ্চিমবঙ্গের মানুষ এবং BSK-এর টিমকে অভিনন্দন জানাই! আমি কামনা করি, বিএসকে নিরলসভাবে জনগণের সেবা করে যাবে।“

আরও পড়ুন-আগামিকাল থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে

বাংলা সহায়তা কেন্দ্র সারা দেশের মধ্যে অনন্য। এর মাধ্যমে উপকৃত হচ্ছেন বাংলার মানুষ। এই নিয়ে গর্বিত মুখ্যমন্ত্রী।

 

Latest article