সৌমালি বন্দ্যোপাধ্যায় : ১০০ দিনের কাজ প্রকল্পে পশ্চিমবঙ্গে দেশের মধ্যে সর্বাধিক সংখ্যক মানুষের কর্মসংস্থান হয়েছে। পঞ্চায়েত দফতর সূত্রে জানা চলতি আর্থিক বছরে ১০০ দিনের কাজের প্রকল্পের অধীনে এই রাজ্যে মোট ১ কোটি ৭ লক্ষ ৯৮ হাজার ৪৫২ জন কর্মীকে নিযুক্ত করা হয়েছে। যা সারা দেশের মধ্যে প্রথম। দেশের সমস্ত রাজ্যকে ছাপিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাংলা শ্রমিক শক্তির নিরিখে এক নম্বর জায়গা দখল করে নিয়েছে। পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় জানান, ‘‘রাজ্যে ১০০ দিনের প্রকল্পের অধীনে কাজের জন্য ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। চলতি আর্থিক বছরে সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে সর্বাধিক সংখ্যক মানুষকে ১০০ দিনের কাজের প্রকল্পের অধীনে নিযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন – বাতিল ৫০ লক্ষ রেশন কার্ড
এরই সঙ্গে চলতি আর্থিক বছরে মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের প্রকল্পে ৩৩ কোটি ৯৪ লক্ষ ৫৯ হাজার ১৪৬টি মানব-দিবস তৈরি হয়েছে। যা সারা দেশের মধ্যে এই রাজ্য দ্বিতীয় স্থান দখল করেছে।’’ এই প্রসঙ্গে মন্ত্রী পুলক রায় জানান, ‘‘কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের জন্য ১০০ দিনের কাজ প্রকল্পে ২২ কোটি মানব-দিবস তৈরির লক্ষ্যমাত্রা দিয়েছিল। ২০২১-এর অক্টোবরের মধ্যেই আমরা সেই লক্ষ্য পূরণ করেছিলাম। আমরা তখন কেন্দ্রের ৩৫ কোটি মানব-দিবসের অনুমোদন চেয়ে আবেদন করেছিলাম। তার ভিত্তিতে আরও ৫ কোটি বাড়িয়ে কেন্দ্র ২৭ কোটি মানব-দিবস তৈরির অনুমোদন দেয়। সেই টার্গেটও ছাপিয়ে আমরা এখনও পর্যন্ত প্রায় ৩৩ কোটি ৯৫ লক্ষ মানব-দিবস তৈরি করেছি। ১০০ দিনের কাজ প্রকল্পের অধীনে রাজ্যে কাজের ব্যাপক চাহিদা থাকাতেই এটা সম্ভব হয়েছে। এইভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে ১০০ দিনের কাজ প্রকল্পে আমরা এগিয়ে যাব।’’