পাকিস্তানের হার, জয়ী বাংলাদেশ

Must read

হায়দরাবাদ: প্রস্তুতি ম্যাচের মাধ্যমে বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ল। শুক্রবার আইসিসি-র অফিসিয়াল তিনটি ওয়ার্ম আপ ম্যাচ ছিল। হায়দরাবাদে ক্লোজড ডোর ম্যাচে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড। গুয়াহাটিতে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ (Bangladesh)। তিরুবনন্তপুরমে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মধ্যে খেলাটি অবশ্য বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। এক বলও খেলা হয়নি।
প্রস্তুতি ম্যাচে গতবারের রানার্স নিউজিল্যান্ড দেখিয়ে দিল, তারা এবারও বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট। হায়দরাবাদে পাকিস্তানের করা ৩৪৫ রান ৩৮ বল বাকি থাকতেই তুলে দিল নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসন ৫৪ রান করে বাকিদের ব্যাট করার সুযোগ দেন। তবে চোট সারিয়ে পুরো ফিট না থাকায় বিশ্বকাপের প্রথম ম্যাচ উইলিয়ামসন খেলবেন না বলে জানিয়েছে কিউয়ি টিম ম্যানেজমেন্ট। রাচিন রবীন্দ্র (৯৭), ড্যারিল মিচেল (৫৯) এবং মার্ক চ্যাপম্যান (৬৫ নট আউট) নিউজিল্যান্ডের জয়ে অবদান রাখেন। পাকিস্তানের কোনও বোলারই দাগ কাটতে পারেননি। তার আগে মহম্মদ রিজয়ানের সেঞ্চুরি (১০৩), অধিনায়ক বাবর আজম (৮০) ও সাউদ শাকিলের (৭৫) ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে পাকিস্তান সাড়ে তিনশোর কাছে রান তোলে।
অন্য একটি প্রস্তুতি ম্যাচে গুয়াহাটিতে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ (Bangladesh)। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার করা ২৬৩ রান সহজেই তুলে দেয় টাইগাররা। চোটের কারণে অধিনায়ক শাকিব আল হাসান না খেলায় বাংলাদেশকে নেতৃত্ব দেন মেহদি হাসান মিরাজ। অধিনায়কোচিত ইনিংস খেলেই দলকে জেতাতে অবদান রাখেন তিনি। ৪৮ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। মিরাজ নট আউট থাকেন ৬৭ রানে। মুশফিকুর রহমান নট আউট থাকেন ৩৫ রানে।

আরও পড়ুন- তৃণমূলের লাগাতার আন্দোলনে ২০ শতাংশ বোনাস পেলেন চা-শ্রমিকরা

Latest article