ব্রিসবেন: টানটান উত্তজেনার মধ্যে জিম্বাবোয়েকে (Bangladesh vs Zimbabwe) ৩ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপে ভেসে রইল বাংলাদেশ। শেষ বলে জেতার জন্য জিম্বাবোয়ের দরকার ছিল পাঁচ রান। কিন্তু ছয় মারতে গিয়ে স্টাম্পড হন ব্লেসিং মুজারাবানি। ম্যাচ জেতার উচ্ছ্বাস নিয়েই মাঠ ছাড়েন শাকিব আল হাসানরা। আম্পায়াররাও মাঠ ছেড়ে বেরিয়ে যান। কিন্তু সেই সময়ই তৃতীয় আম্পায়ার জানান, শেষ বল নো হয়েছে। কারণ বাংলাদেশের উইকেটকিপার নুরুল হাসান বল উইকেটে পৌঁছনোর আগেই ধরেছিলেন।
আরও পড়ুন-ডাচদের হারিয়ে প্রথম জয় পেল পাকিস্তান
ফলে প্রায় চার মিনিট পেরিয়ে যাওয়ার পর ফের মাঠে নামে দুই দল। জিম্বাবোয়ের (Bangladesh vs Zimbabwe) টার্গেট কমে গিয়ে দাঁড়ায় এক বলে চার রান। যদিও শেষ বল সরাসরি গিয়ে লাগে উইকেটে। ফ্রি হিট বলে আউট না হলেও, তিন রানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। এর আগে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রান তুলেছিল বাংলাদেশ। ওপেনার নুরুল হোসেন ৫৫ বলে ৭১ রান করেন। পাল্টা ব্যাট করতে নেমে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের দাপটে স্কোরবোর্ডে ৬৯ রান তুলতে না তুলতেই ৫ উইকেট খুইয়ে বসেছিল জিম্বাবোয়ে। ওই পরিস্থিতি থেকে দলকে টেনে তোলেন শন উইলিয়ামস। চাপের মুখে ৪২ বলে ৬৪ রান করেন তিনি। যদিও শেষরক্ষা হয়নি। ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রানেই আটকে যায় জিম্বাবোয়ে। ১৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা তাসকিন। দু’টি করে উইকেট পান মুস্তাফিজুর ও মোসাদ্দেক হোসেন।