বাংলাদেশে লাফিয়ে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম (Bangladesh Hikes Fuel Prices)। প্রতি লিটার পেট্রোলে ৩০ টাকা এবং ডিজেলে ৪০ টাকা দাম বাড়ানো হয়েছে। শুক্রবার রাত ১২টার পর থেকেই বর্ধিত দম কার্যকর হয়েছে। পাশাপাশি বেড়েছে কেরোসিনের দামও। বাংলাদেশে (Bangladesh Hikes Fuel Prices) এই মুহূর্তে এক লিটার পেট্রোলের দাম ১৩০ টাকা। ডিজেলের দাম হয়েছে ১২৪ টাকা। প্রতি লিটার কেরোসিনের দাম ৩৪ টাকা বাড়ায় সাধারণ মানুষ সমস্যায় পড়বেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শেখ হাসিনা সরকার জ্বালানির দামে ভরতুকি তুলে নেওয়ার কারণে এই বিপুল দাম বৃদ্ধি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বিপুল ক্ষতি বন্ধ করতেই জ্বালানির উপর থেকে সব ধরনের ভরতুকি তুলে নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশে শেষবার পেট্রোপণ্যের দাম বেড়েছিল।